সুরক্ষা ব্যবস্থা পাকা করতে উন্নত প্রযুক্তির ড্রোন কেনার পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ। জানা গেছে, এই ড্রোনের মাধ্যমে প্রায় ৬ কিলোমিটার উপর থেকে শহরকে দেখতে পাবে কলকাতা পুলিশ। এর মাধ্যমে শহরের প্রতি নজরদারি অনেক বেশি সহজ হবে।
আকাশপথে নজরদারির জন্য কলকাতা পুলিশের কাছে প্রায় এক ডজন ড্রোন রয়েছে। কলকাতায় কোনও বড় সভা, মিছিল বা খোলা জায়গায় অনুষ্ঠানের ছবি তোলার জন্য এই ড্রোনগুলি ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে কিছু ড্রোনের ব্যাটারির কর্মক্ষমতা কমতে শুরু করেছে। সেই কারণে নতুন ড্রোন কেনার পরিকল্পনা করেছে লালবাজার।
এই ড্রোনগুলির জন্য প্রায় ১১ লক্ষ টাকা ধার্য করেছে কলকাতা পুলিশ। লালবাজারের সূত্রে জানা গিয়েছে, এই নতুন ড্রোনগুলি অনেক উন্নত প্রযুক্তি সম্পন্ন। এই ড্রোনের ওজন হবে এক কিলোগ্রাম। এর ব্যাটারির ক্ষমতাও থাকবে অনেক বেশি। এই ড্রোনগুলির অত্যাধুনিক ক্যামেরা প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার উপর থেকে ছবি তুলতে পারবে এবং প্রায় ৩ কিলোমিটার পরিধির ভিডিও তুলতে পারবে।
এছাড়াও, একটানা ৪০ মিনিট উড়তে পারবে এই ড্রোনগুলি। উন্নত ব্যবস্থার জন্য ওড়ার সময় পাখার শব্দও কম হবে। এমনকি, যদি ওড়ার সময় কোনও বাধা আসে অথবা ড্রোনটি জলাশয় বা মাটির কাছাকাছি এসে পড়ে, তবে ড্রোনের ভিতর থাকা সেন্সরই তা অপারেটরকে জানিয়ে দেবে।