মানবিক কলকাতা পুলিশ

                           জোড়া নিম্নচাপের জেরে শুক্রবার থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতাসহ সমগ্র দক্ষিণবঙ্গে। অতিরিক্ত বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে গোটা শহর। কোথাও হাঁটু পর্যন্ত জল তো কোথাও কোমর পর্যন্ত জল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি শুক্রবার থেকেই জলমগ্ন কলকাতার ছবিতেই ভরে উঠেছে। কলকাতার রাস্তায় নৌকা চলতেও দেখা যায় এই সময়। কিন্তু এতকিছুর পরে যে ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ঘুরছে তা হলো কলকাতা পুলিশের মানবিক মুখের ছবি। 

 

                           এইরকম বৃষ্টিবাদলের দিনে যারা সবচেয়ে বেশি কষ্ট পায় তারা হলো পথকুকুর। তাদের আশ্রয় দেওয়ার কেউ নেই। কিছু বাড়ি থেকে খাবার দেওয়া হলেও থাকার জায়গা দিতে বেজায় আপত্তি মানুষের। কোথায় যাবে তারা এমন বৃষ্টির দিনেসম্প্রতি সায়েন্স সিটি মোড়ের কাছে একটি সারমেয় জন্ম দেয় ৭টি ছোট্টো ফুটফুটে ছানার। কিন্তু এই দুর্যোগের কবলে পড়ে শিশুদের নিয়ে কোথায় রাখবে তা বুঝে উঠতে সমস্যা হয় মা সারমেয়টির। একদিকে জমা জল তো অন্যদিকে রাস্তা দিয়ে প্রবল বেগে ছুটে চলা গাড়ির মিছিল, এই দুইয়ের মাঝে পড়ে মা সারমেয়টি নাজেহাল হয়ে যায়। 

 

                        প্রথমেই এই সন্তানসহ সারমেয়টি নজরে আসে কিছু পথচারীর। এরপরেই সম্পূর্ণ ঘটনাটি দৃষ্টিগোচর হয় তিলজলা ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশের। দুর্যোগের হাত থেকে তাদের রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন তাঁরা। প্রথমে এই অসহায় প্রাণীদের একটি ব্রিজের নিচে রাখার ব্যবস্থা করেন তাঁরা। এর পরে এক পশুপ্রেমী সংস্থার সাহায্যে প্রগতি ময়দান থানার পাশে তাদের থাকা জন্য বিশেষ জায়গা করা হয়। আপাতত সেইখানেই রয়েছে সাতটি ছানাসহ মা সারমেয়টি।

                দুর্যোগের মধ্যে অসহায় প্রাণীদের সাহায্য করতে পেরে খুশি পুলিশকর্তারাও। এক পুলিশকর্মী জানান, আপাতত তাদের জন্য তৈরী করা জায়গাটিতেই রয়েছে সারমেয়টি। ছানাগুলির চোখ না ফোটার কারণেই তাদের নিয়ে বেশি চিন্তা ছিল, তবে তাদের সাহায্য করতে পেরে ভালো লাগছে, জানান সেই পুলিশকর্মী

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...