এক টিকিটেই দক্ষিণেশ্বর থেকে রুবি! শুরু হবে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিষেবা, জানুন ভাড়ার তালিকা

এবার দক্ষিণেশ্বর থেকে এক টিকিটেই পৌঁছে যাবেন রুবি। ভাবতে পারছেন! এবার এটা সম্ভব। শুরু হচ্ছে অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা।

সূত্র অনুসারে জানা গিয়েছে যে আগামী ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শুরু হতে পারে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইনের পরিষেবা৷

এই প্রথমবার একটা টিকিট কেটে ব্লু লাইন (উত্তর দক্ষিণ মেট্রো) এবং অরেঞ্জ লাইনে অনায়াসে যাতায়াত করতে পারবেন মেট্রো যাত্রীরা৷

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে এবার ইন্টিগ্রেটেড টিকিট সিস্টেম চালু করছে তাঁরা। দক্ষিণেশ্বর থেকে টিকিট কাটলে রুবি পৌঁছে যাওয়া সম্ভব। অর্থাৎ কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো বদল করতে হলেও টিকিট কাটতে হবে না।

এবার সমস্ত প্রস্তুতি সেরে, মেট্রোর ভাড়া তালিকা জানিয়ে দিল রেল কর্তৃপক্ষ। 

জানা গিয়েছে, কবি সুভাষ থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) রুটে ন্যূনতম ভাড়া ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ২০ টাকা।

৫ টাকায় কবি সুভাষ থেকে পরের স্টেশন সত্যজিৎ রায় পর্যন্ত যাওয়া যাবে। এরপর থেকে প্রত্যেক স্টেশন ৫ টাকা ভাড়া বাড়বে। একইভাবে রুবি থেকে পরবর্তী কবি সুকান্ত আসার জন্য ৫ টাকার টিকিট কাটতে হবে।

তবে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যেতে হলে বা উলটোপথে আসতে হলে, মেট্রো খরচ হবে মাত্র ২০ টাকা।

অন্যদিকে, দক্ষিণেশ্বর-রুবি রুটের ন্যূনতম ভাড়া ২৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হচ্ছে ৪৫ টাকা।

জানা গিয়েছে যে দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার-সুতানুটি পর্যন্ত যে কোনও স্টেশন থেকে রুবি পৌঁছতে হলে, ভাড়া দিতে হবে ৪৫ টাকা। এরপর গিরিশ পার্ক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত যে কোনও স্টেশন থেকে রুবির ভাড়া হবে ৪০ টাকা।

মহানায়ক উত্তমকুমার থেকে মাস্টারদা সূর্য সেন পর্যন্ত যে কোনও স্টেশন থেকে ভাড়া হবে ৩৫ টাকা।

এরপর গীতাঞ্জলি অথবা কবি নজরুল থেকে রুবি ৩০ টাকা এবং শহিদ ক্ষুদিরাম থেকে ভাড়া হবে ২৫ টাকা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...