বহু অপেক্ষার পর এবার শহরবাসীদের কাছে আসতে চলেছে এই খুশীর খবর। আসন্ন লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রোপথ যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে যে গত মঙ্গলবার হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত অংশের সমস্ত পরিকাঠামোর চূড়ান্ত পর্বের পরিদর্শন মিটে গিয়েছে। আর সেই কারণেই এই সম্ভবনার কারণ তৈরি হয়েছে।
গত ডিসেম্বর মাসে স্টেশনের বেশ কিছু পরিকাঠামোগত অসম্পূর্ণতার কথা জানিয়ে মাঝপথে পরিদর্শন বাতিল করে ফিরে গিয়েছিল কমিশনার অব রেলওয়ে সেফটির পরিদর্শক দল। কিন্তু, কাজ সম্পূর্ণ করার চাপ থাকায় চিফ রেলওয়ে সেফটি কমিশনার জনককুমার গর্গ, একাধিক বার নিজেই কলকাতায় এসে পরিকাঠামোর খুঁটিনাটি খতিয়ে দেখে যেতেন।
সূত্র থেকে জানা গিয়েছে যে এবার ইস্ট-ওয়েস্ট মেট্রো ছাড়াও জোকা-মাঝেরহাট এবং নিউ গড়িয়া-রুবি মেট্রোপথেও যাত্রী পরিষেবা খুব তাড়াতাড়ি চালু করা হতে পারে।
জানা গিয়েছে যে সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিদর্শনের জন্য নির্দিষ্ট ছিল কিন্তু নানা খুঁটিনাটি খতিয়ে দেখতে গিয়ে তা বিলম্বিত হয়। সেই জন্যই নিউ গড়িয়া-রুবি মেট্রোর পরিদর্শন পিছিয়ে বুধবার করে দেওয়া হয়েছিল।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্লানেড স্টেশন তৈরি প্রায় শেষের দিকে। স্টেশনকে সাজানো হয়েছে পুরনো ও নতুন কলকাতার বদলে যাওয়া চালচিত্রের আঙ্গিকে। কেমন দেখতে লাগছে কলকাতা শহরের ব্যস্ততম এলাকার স্টেশন?
ইস্ট-ওয়েস্ট মেট্রোয় মাটির প্রায় ২৮ মিটার গভীরে ২২০ মিটার দীর্ঘ এবং ৩৬ মিটার নিচে তৈরি হয়েছে এসপ্লানেড স্টেশন। জানা গিয়েছে প্রায় চারটি তলে বিভক্ত। মেট্রো স্টেশনের উপরের এবং নীচের তল দু’টি যাত্রীদের ব্যবহারের জন্য থাকবে এবং মাঝের দু’টি তল মেট্রোর বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হবে।
একদিকে পুরনো কলকাতার স্থাপত্যশৈলী অনুযায়ী সাজানো হয়েছে রেলিং। অন্যদিকে কলকাতার বিভিন্ন দর্শনীয় ভবনের ছবি দিয়ে সাজানো হয়েছে নতুন ওই স্টেশন। এছাড়া গোটা স্টেশনে দেখা যাবে শহরের রাস্তাঘাটের ঝলকও।
জানা গিয়েছে যে নতুন স্টেশনে আটটি লিফ্ট এবং ২০টি এসক্যালেটর রয়েছে। তার মধ্যে ছ’টি প্রধান লিফ্ট মেজ়েনাইন ফ্লোর থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত এসেছে। বাকি দু’টি এসেছে বাইরের তল থেকে মেজ়েনাইন ফ্লোর পর্যন্ত।
এছাড়া ওই স্টেশনে প্রায় ২৫টি স্বয়ংক্রিয় গেট থাকছে। প্রায় ৩০ মিটার লম্বা এবং আট মিটার চওড়া সাবওয়ে থাকছে উত্তর-দক্ষিণ মেট্রোর সঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংযোগ রক্ষার জন্য। সেই সমস্ত ধরণের কাজ পুরোপুরি সম্পূর্ণ, ফলে যাত্রীরা নিউ মার্কেটের দিক থেকে এসেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর সাবওয়েতে কোনো অসুবিধে ছাড়াই পৌঁছতে পারবেন। এছাড়া এই মেট্রো স্টেশনে ইডেন গার্ডেন্স এবং মেট্রো চ্যানেলের দিকে প্রশস্ত প্রবেশপথও থাকবে।