Kolkata Metro: দোলের দিন কলকাতায় মেট্রো পরিষেবায় বদলের সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ

দোলের দিন কলকাতায় মেট্রো পরিষেবায় বড় বদল আনলো মেট্রোরেল কর্তৃপক্ষ। আগামী ১৪ই মার্চ রাজ্যজুড়ে পালিত হবে দোল উৎসব। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় দোলের দিন দেরিতে মেট্রো পরিষেবা শুরু হবে, এমনটাই জানিয়েছে তারা।

দোলের দিন ব্লু লাইনে আপ, ডাউন মিলিয়ে মোট ৬০টি পরিষেবা পাওয়া যাবে। ওই দিন উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশন থেকে শুক্রবার প্রথম মেট্রো পাওয়া যাবে ওই সময়। তবে শেষ মেট্রোর সময়ে কোন বদল হবেনা।

আগামী শুক্রবার শিয়ালদহ এবং সেক্টর ফাইভে মধ্যে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২২টি পরিষেবা চলবে। ওই দিন সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টেয়। অন্য দিকে, এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও মেট্রো চলাচল শুরু হবে দুপুর থেকেই। গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২-তে শেষ মেট্রো সূচিতেও পরিবর্তন করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন রাত ৮টায় সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকেও শেষ মেট্রো ছাড়বে ওই সময়েই।

এছাড়াও, ওই দিন গ্রিন লাইন-২-তে ৪২টি পরিষেবা পাওয়া যাবে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও দোলের দিন পরিষেবা কমানো হয়েছে। অরেঞ্জ লাইন (কবি সুভাষ এবং রুবি) এবং পার্পেল লাইনে (জোকা-বিবাদি বাগ) দোলের দিন কোনও মেট্রো চলবে না।

তবে দোলের দিন মেট্রো সূচীতে বদল থাকলেও হোলির দিনের মেট্রো পরিষেবায় বদল সম্পর্কে কিছু জানা যায়নি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...