দুর্গাপুজোর পরেই উদযাপিত হয় কালীপুজো। আলোয় মোড়া শহরে আরাধনা হয় মায়ের। মেতে ওঠেন উৎসবপ্রেমী মানুষেরা। আনন্দ উপভোগ করতে প্যান্ডেল হপিং –এ বেরিয়ে পড়েন সাধারণ মানুষ। এবার সেই উপলক্ষেই মেট্রোর সময়সূচীর পরিবর্তন করল রেল কর্তৃপক্ষ।
হাইলাইটসঃ
১। কালীপুজোর দিন অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে
২। সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়
৩। দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত ১০: ৪৮ –এ
আগামী ৩১ অক্টোবর কালীপুজো। মেট্রোরেল সূত্রে খবর, নীল লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর কবি সুভাষ রুটে কালীপুজোর দিন অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে। নীল লাইনে ২৯২টি মেট্রোর জায়গায় এই দিন ১৯৮টি মেট্রো চলবে। অন্য দিকে সবুজ লাইন অর্থাৎ ইস্ট-ওয়েস্ট মেট্রোতে অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে। এই লাইনে ১০৬টির জায়গায় ৯০টি মেট্রো চলবে। কিন্তু অন্যান্য দিনের তুলনায় মেট্রো অনেক রাত পর্যন্ত চলবে।
কালীপুজোয় মেট্রোরেলের সময়সূচিঃ
১। সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায় ।
এছাড়াও রাতের মেট্রোর সময়গুলি হল – রাত ১০টা, ১০: ২০, ১০: ৪০ এবং ১১টা।
২। দক্ষিণেশ্বর থেকে ছাড়বে রাত ১০: ৪৮ –এ ।
এছাড়াও রাতের মেট্রোর সময়গুলি হল – ৯: ৪৮, ১০: ৮, ১০: ২৮ এবং ১০: ৪৮-এ ।
কালীপুজোর ছুটির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি মানুষ রাত অবধি ঠাকুর দেখে সুষ্ঠভাবে বাড়ি ফেরার দিকেও খেয়াল রেখেছে তারা। আশা করা যায়, আলোর উৎসব বাঙালিরা আয়েস করে উপভোগ করতে পারবে।