Kolkata Metro: জন্মাষ্টমী উপলক্ষে কমলো কলকাতা মেট্রোরেল পরিষেবা

জন্মাষ্টমী উপলক্ষে কলকাতা মেট্রোর নিয়মে বড় পরিবর্তন ঘটাল মেট্রোরেল কর্তৃপক্ষ। ২৬শে অগস্ট অর্থাৎ আগামী সোমাবার জন্মাষ্টমী পুজো, আর সেই দিন শহর জুড়ে মেট্রো চলাচল কমিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইন, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ লাইনে মেট্রোর সংখ্যা কমানো হয়েছে।

 

দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইন

মোট মেট্রো চলবে- ২৩৪টি
অন্যান্য দিন মেট্রো চলে- ২৮৮টি

প্রথম মেট্রো ছাড়বেঃ
দমদম থেকে কবি সুভাষ- সকাল ৬টা ৫০ মিনিটে
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- সকাল ৬টা ৫০ মিনিটে
দমদম থেকে দক্ষিণেশ্বর- ৬টা ৫৫ মিনিটে
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ- সকাল ৭টায়

শেষ মেট্রো ছাড়বেঃ
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- রাত সাড়ে ৯টায়
দমদমের শেষ মেট্রো- রাত ৯টা ৪০ মিনিটে
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ- রাত ৯টা ২৮ মিনিটে
দমদম থেকে কবি সুভাষ- রাত ৯টা ৪০ মিনিটে

প্রসঙ্গত, কবি সুভাষ এবং দমদমের মধ্যে রাতের বিশেষ মেট্রো চলবে ১০টা ৪০ মিনিটে।

মেট্রোর গ্রিন লাইন ১ঃ (শিয়ালদহ-সেক্টর ফাইভ লাইন)

মেট্রো চলবে- ৯০টি
অন্যান্য দিন মেট্রো চলে -১০৬টি

শিয়ালদহ থেকে প্রথম মেট্রো- সকাল ৬টা ৫৫ মিনিটে
শিয়ালদহ থেকে শেষ মেট্রো- রাত ৯টা ৩৫ মিনিটে

সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো- সকাল ৭টা ৫ মিনিটে
সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো- রাত ৯টা ৪০ মিনিটে

মেট্রোর গ্রিন লাইন ২ঃ (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড লাইন)
মেট্রো চলবে- ১২২টি
অন্যান্য দিন চলে- ১৩০টি

হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো- সকাল ৭টা
হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে- রাত ৯টা ৪৫ মিনিটে

এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো- সকাল ৭টা
এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো- রাত ৯টা ৪৫ মিনিটে

উল্লেখ্য, মেট্রোর সংখ্যা কমলেও সব লাইনেই প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...