জন্মাষ্টমী উপলক্ষে কলকাতা মেট্রোর নিয়মে বড় পরিবর্তন ঘটাল মেট্রোরেল কর্তৃপক্ষ। ২৬শে অগস্ট অর্থাৎ আগামী সোমাবার জন্মাষ্টমী পুজো, আর সেই দিন শহর জুড়ে মেট্রো চলাচল কমিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইন, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ লাইনে মেট্রোর সংখ্যা কমানো হয়েছে।
দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনঃ
মোট মেট্রো চলবে- ২৩৪টি
অন্যান্য দিন মেট্রো চলে- ২৮৮টি
প্রথম মেট্রো ছাড়বেঃ
দমদম থেকে কবি সুভাষ- সকাল ৬টা ৫০ মিনিটে
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- সকাল ৬টা ৫০ মিনিটে
দমদম থেকে দক্ষিণেশ্বর- ৬টা ৫৫ মিনিটে
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ- সকাল ৭টায়
শেষ মেট্রো ছাড়বেঃ
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর- রাত সাড়ে ৯টায়
দমদমের শেষ মেট্রো- রাত ৯টা ৪০ মিনিটে
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ- রাত ৯টা ২৮ মিনিটে
দমদম থেকে কবি সুভাষ- রাত ৯টা ৪০ মিনিটে
প্রসঙ্গত, কবি সুভাষ এবং দমদমের মধ্যে রাতের বিশেষ মেট্রো চলবে ১০টা ৪০ মিনিটে।
মেট্রোর গ্রিন লাইন ১ঃ (শিয়ালদহ-সেক্টর ফাইভ লাইন)
মেট্রো চলবে- ৯০টি
অন্যান্য দিন মেট্রো চলে -১০৬টি
শিয়ালদহ থেকে প্রথম মেট্রো- সকাল ৬টা ৫৫ মিনিটে
শিয়ালদহ থেকে শেষ মেট্রো- রাত ৯টা ৩৫ মিনিটে
সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো- সকাল ৭টা ৫ মিনিটে
সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো- রাত ৯টা ৪০ মিনিটে
মেট্রোর গ্রিন লাইন ২ঃ (হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড লাইন)
মেট্রো চলবে- ১২২টি
অন্যান্য দিন চলে- ১৩০টি
হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো- সকাল ৭টা
হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে- রাত ৯টা ৪৫ মিনিটে
এসপ্ল্যানেড থেকে প্রথম মেট্রো- সকাল ৭টা
এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো- রাত ৯টা ৪৫ মিনিটে
উল্লেখ্য, মেট্রোর সংখ্যা কমলেও সব লাইনেই প্রথম এবং শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে।