চলতি সপ্তাহের শুক্রবার রয়েছে গুড ফ্রাইডে। জানা গিয়েছে এদিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো রুটে পরিষেবায় বেশ কিছুটা বদল এনেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
যেহেতু ছুটির দিন তাই, অন্যদিনের থেকে এদিন কম মেট্রো চালানো হবে। প্রত্যেকদিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রীন লাইনে ১৩০টি মেট্রো চলে। তবে, এদিন তার পরিবর্তে ১২২টি ট্রেন চালানো হবে। অর্থাৎ এসপ্ল্যানেড থেকে ৬১টি এবং হাওড়া ময়দান থেকে ৬১টি মেট্রো চলবে।
জেনে নেওয়া যাক এদিন মেট্রো চলার সমস্ত সময়সূচী।
জানা গিয়েছে যে অন্যান্য কাজের দিনের মতোই এদিন অর্থাৎ শুক্রবারেও সকাল ৭টা থেকে যাত্রীদের জন্য এই রুটে পরিষেবা শুরু করা হবে। সকালের দিকে ১২ মিনিট অন্তর চলবে মেট্রো। এরপর ১৫ মিনিট ব্যবধানে চলবে মেট্রো। এছাড়া দুপুরের দিকে ২০ মিনিট অন্তর থাকবে মেট্রো পরিষেবা।
এদিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে এবং উল্টোদিকে অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো ছাড়ার সময়ও একই থাকছে।
অন্যদিকে, গুড ফ্রাইডের দিন ১০৬টির পরিবর্তে মোট ৯০টি ট্রেন চলবে শিয়ালদহ -সল্টলেক সেক্টর ফাইভ রুটে। অর্থাৎ শিয়ালদহ থেকে ৪৫টি এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে ৪৫টি মেট্রো পাবেন সকল যাত্রীরা।
জানা গিয়েছে যে এদিন শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে সকাল ৬টা ৫৫ মিনিট থেকে মেট্রো পরিষেবা শুরু হবে। ২০ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে এই লাইনে। উল্টোদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুট পর্যন্ত প্রথম মেট্রো শুরু হবে সকাল ৭টা থেকে।
এদিন এই রুটে শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
এছাড়া জানা গিয়েছে যে শুক্রবার বেগুনি লাইন অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট রুটে এদিন অন্যদিনের মতোই পরিষেবা পাবেন সমস্ত যাত্রীরা। কিন্তু অরেঞ্জ লাইন অর্থাৎ রুবি থেকে নিউ গড়িয়া রুটে সমস্ত পরিষেবা বন্ধ থাকবে।