হাওড়া ময়দানের শৈলেন মান্না স্টেডিয়াম পুনর্নির্মাণের পরিকল্পনা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ, কবে শুরু হবে নির্মানের কাজ?

চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হয়েছে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা।

জানা গিয়েছে যে ভূগর্ভস্থ এই অংশ নির্মাণের জন্য নির্মাণকারী সংস্থা ২০১৪ সালে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড হাওড়া ময়দান-স্থিত শৈলেন মান্না স্টেডিয়াম-এর কিছু জমি অধিগ্রহণ করেছিল। এরপর তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে কাজ শেষ হয়ে গেলে সেই জমি ফের স্টেডিয়াম কর্তৃপক্ষদের হাতে ফিরে দেবে।

এখন গ্রিন লাইনের এই অংশে সফল ভাবে মেট্রো পরিষেবা শুরু হয়ে গিয়েছে। আমজনতার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই পরিষেবা।

জানা গিয়েছে যে বর্তমানে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষ শৈলেন মান্না স্টেডিয়ামের গ্যালারি পুনর্নির্মাণে উদ্যোগী হয়েছে।

গত ৫ ডিসেম্বরে এই গ্যালারির নকশা হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টরকে অনুমোদনের জন্য দেওয়া হয়েছে। এর আগে এই নকশার অনুমোদন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন ও পূর্ত বিভাগ (সড়ক) থেকেও নেওয়া হয়েছিল। এরপর দুই সরকারি সংস্থার আধিকারিকরা এই নকশায় স্বাক্ষর করার পরেই হাওড়ার জেলাশাসকের কাছে পাঠানো হয়।

তবে, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কাজ শুরুর জন্য প্রয়োজনীয় অনুমোদন পায়নি। ফলে, এই অনুমোদন দ্রুত প্রদানের জন্য ২৩ জানুয়ারি হাওড়া জেলাশাসককে আরেকটি চিঠি দেওয়া হয়েছিল।  

এই গ্যালারি নির্মাণের কাজ সম্পূর্ণ হলে কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড স্টেডিয়ামের প্রাচীরও নির্মাণ করে দেবে এবং তারপর এই অংশটি স্টেডিয়াম কর্তৃপক্ষের হাতে তুলে দেবে।

তবে, অনেকেই ভাবছেন যে এই কাজটি প্রশাসনিকের ধীর ইচ্ছের জন্য সম্পূর্ণ করা যাচ্ছে না।

এই বিষয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন যে তাঁরা অনুমোদন পেলেই এই গ্যালারি নির্মাণের কাজ শুরু করে দেওয়া হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...