Kolkata Metro Project: সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, জোকা-বিবাদী বাগ মেট্রো লাইনের জন্য গাছ কাটার আগে অনুমতি নিতে হবে

জোকা-বিবাদী বাগ মেট্রো লাইনের নির্মাণ কাজের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের ক্ষমতাসম্পন্ন কমিটির অনুমতি ছাড়া কোনও গাছ কাটা বা অন্যত্র স্থানান্তর করা যাবে না। গাছ কাটার বা স্থানান্তরের প্রয়োজন হলে আগে কমিটি তা খতিয়ে দেখে অনুমতি দেবে।

কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে ময়দানে মেট্রো প্রকল্পের জন্য ৯০০-র বেশি গাছ কাটা পড়তে পারে বলে ‘পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা’ (PUBLIC) নামের একটি বেসরকারি সংস্থা জনস্বার্থ মামলা করে। জুন মাসে কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করলেও সুপ্রিম কোর্ট আপিল গ্রহণ করে। মামলার শুনানিতে কেন্দ্র ও রাজ্য সরকার মেট্রো প্রকল্পের পক্ষে একজোট হয়ে সওয়াল করে।

আজ বিচারপতি বি.আর. গাভাই, কে.ভি. বিশ্বনাথন, ও প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলার শুনানি হয়। PUBLIC-এর পক্ষে আইনজীবী জয়দীপ গুপ্ত যুক্তি দেন, মামলাকারীরা মেট্রো নির্মাণের বিরোধিতা করছেন না, তবে ৯২৩টি বড় ও পুরনো গাছ উপড়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে মাত্র ২৯টি গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে, বাকি গাছগুলির জন্য অনুমতি ছাড়াই স্থানান্তর করা হচ্ছে। তিনি জানান, পুরনো গাছগুলি অন্যত্র স্থানান্তরিত হলেও সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচে না।

এই যুক্তিতে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা যুক্তি দেন যে ৮২৭টি গাছ অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে এবং ৯৪টি ইতিমধ্যেই স্থানান্তর করা হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ২,৩৭০টি নতুন গাছ রোপণ করা হবে।

এর আগে ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ময়দান এলাকায় আপাতত কোনও গাছ কাটা যাবে না, তবে রেল বিকাশ নিগম লিমিটেড মেট্রোর কাজ চালিয়ে যেতে পারবে। এবার বিচারপতি গাভাইয়ের বেঞ্চ নির্দেশ দেয় যে পরিবেশ মন্ত্রকের কেন্দ্রীয় ক্ষমতাসম্পন্ন কমিটি গাছ কাটার বিষয়টি খতিয়ে দেখবে। তাদের অনুমতি ছাড়া কোনও গাছ কাটা বা স্থানান্তর করা যাবে না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...