দেশের অন্যতম বড় মেট্রো স্টেশন তৈরি হতে চলেছে খোদ কলকাতার বুকে। স্থান, কলকাতা বিমানবন্দর। এই মেট্রো স্টেশন টক্কর দিতে পারে এশিয়া মহাদেশের নানা বড় বড় মেট্রো স্টেশনকেও।
২০১৬ সালে কলকাতা বিমানবন্দর মেট্রো কাজের সূচনা করেন তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু। সিদ্ধান্ত নেওয়া হয়, একদিকে নোয়াপাড়া থেকে বারাসাত অবধি মেট্রো রুটের অন্যতম স্টেশন হিসেবে গড়ে উঠবে এটি। অন্যদিকে, গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের প্রান্তিক স্টেশন হবে এটি৷ কিন্তু আদতে কাজ শুরু হয় ২০১৯ সালে। মাঝে ২০২০ সালে করোনাকালীন পরিস্থিতিতে কাজ প্রায় তিন মাস বন্ধ থাকে। কিন্তু ২০২৫ সালে এসে এক বড় অংশ সেই মেট্রো বানানোর কাজ সম্পূর্ণ হয়েছে। জানা গেছে, নোয়াপাড়া থেকে বিমানবন্দর অবধি এই মেট্রো প্রকল্পের কাজ প্রায় শেষ। খুব শীঘ্রই এই রুটে চালু হবে যাত্রী পরিষেবা।
এই বিমানবন্দর স্টেশনটি তৈরি হচ্ছে মাটির ১৪ মিটার নীচে। এখানে থাকছে ৫টি প্ল্যাটফর্ম । বিমানবন্দর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মগুলি ১৮০ মিটার করে লম্বা হবে। সম্পূর্ণ স্টেশন এলাকা ৩২০ মিটার। ৬৩৩ মিটার এলাকা জুড়ে স্টেশন বিল্ডিং বানানোর কাজ চলছে।
এছাড়াও, বিমানবন্দরের স্টেশনের ইয়ার্ড থাকবে। এখানে থাকছে ৫টি লাইন। ইয়ার্ড চওড়া হবে ৪৮ মিটার । স্টেশনের মধ্যে থাকছে একটা ক্রস প্যাসেজ। স্টেশনের একদিকে যশোর রোড, অন্যদিকে কলকাতা বিমানবন্দর। বিমানবন্দর মেট্রো স্টেশনে ছ’টা সিঁড়ি, ছ’টা লিফট ও ১২’টা এসক্যালেটর থাকবে।
যশোর রোড ও বিমানবন্দর মেট্রো স্টেশনে সংযুক্ত করার জন্য সাবওয়েও তৈরি করা হচ্ছে। এটি ৩৩০ মিটার লম্বা ও ১১ মিটার চওড়া। সাবওয়েতে ওঠানামা করার জন্য ৩ এসক্যালেটর, ২ লিফট ও ২ সিঁড়ি থাকবে। বিমানবন্দরের সাথে মেট্রো স্টেশনকে সংযুক্ত করবে যে সাবওয়ে তা ২৭০ মিটার লম্বা ও ১৩ মিটার চওড়া হবে। এই সাবওয়েতে ৪ লিফট, ৬’টা এসক্যালেটর ও ৩’টে সিঁড়ি থাকবে।