বিশ্বকর্মা পুজোর দিন শহরজুড়ে মেট্রোরেল পরিষেবা কম করল রেল কর্তৃপক্ষ। এই দিন বিভিন্ন লাইনে স্বাভাবিকের তুলনায় কম চলবে মেট্রো। সব মিলিয়ে মোট ২৬টি মেট্রো কম চলাচল করবে। জেনে নিন এইদিনের মেট্রো পরিষেবার সম্পূর্ণ তথ্য।
হাইলাইটসঃ
১। বিশ্বকর্মা পুজোর দিন মেট্রোরেল পরিষেবা কমলো
২। মোট ২৬টি মেট্রো কম চলাচল করবে
৩। প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে
আগামী ১৭ ই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার বিশ্বকর্মাপুজো। এইদিন নানা সরকারি স্কুল, কলেজ, অফিস ছুটি থাকে, তাই বিভিন্ন মেট্রো রুটের পরিষেবা পরিবর্তন করে হয়েছে। কাজের দিনগুলিতে নর্থ-সাউথ মেট্রো রুটে সব মিলিয়ে ২৮৮টি পরিষেবা চলাচল করে। মঙ্গলবার তা কমে হবে ২৬২টি।
তবে এইদিন প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রেখেছে রেল কর্তৃপক্ষ। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে৷ এছাড়াও দিনের শেষ মেট্রো সংশ্লিষ্ট দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৪০ মিনিট এবং রাত ৯টা ২৮ মিনিটে। একইভাবে দুই প্রান্ত থেকে স্পেশাল নাইট সার্ভিস মেট্রো রাত ১০টা ৪০ মিনিটে ছাড়বে।
কিন্তু মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রিন লাইন ওয়ান, গ্রিন লাইন টু, পার্পেল লাইন ও অরেঞ্জ লাইনে পরিষেবা অন্যান্য দিনের মতই থাকবে।