কলকাতা মেট্রোর ভাড়াতে বদল আনলো মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ব্লু লাইনে রাতের সর্বশেষ মেট্রোর পরিষেবা নিতে গেলে যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে এই নিয়ম।
হাইলাইটসঃ
১। কলকাতা মেট্রোর ভাড়াতে বদল আনলো মেট্রো রেল কর্তৃপক্ষ
২। রাতের সর্বশেষ মেট্রোর ভাড়াতে অতিরিক্ত ১০ টাকা যোগ হবে
৩। ১০ ডিসেম্বর থেকে কার্যকর হবে এই নিয়ম
গত জুন মাসে রাতের মেট্রোর সময় বদলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শুধুমাত্র ব্লু লাইনে এই সময় বদল ঘটেছে। রাত্রিকালীন পরিষেবার জন্য সময় ১০টা ৪০ মিনিটে বিশেষ দুটো মেট্রো চালানো হয়। মেট্রো দুটি কবি সুভাষ থেকে দমদম এবং দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত চলে। কিন্তু পরীক্ষামূলক অভিযান করে দেখা গেছে, এই সময় খুব কম সংখ্যক মানুষ এই পরিষেবা গ্রহণ করছে। এই কারণেই অতিরিক্ত দশ টাকা সারচার্জ যোগ করার পরিকল্পনা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রো বহু মানুষের যাতায়াতের অন্যতম প্রধান অবলম্বন। রাতের এই বিশেষ মেট্রোর ফলে অনেক মানুষেরই গন্তব্যে পৌঁছাতে সুবিধা হয়। কিন্তু অল্পসংখ্যক মানুষ মেট্রো পরিষেবা গ্রহণ করলে মেট্রো চালনার খরচ পূরণ হয় না। সেই খরচ সামাল দিতেই এই নয়া সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। শুধুমাত্র রাতের এই বিশেষ ট্রেনের জন্যই বাড়তি সারচার্জ ১০ টাকা ভাড়ার সাথে যুক্ত হবে।
এ বিষয় উল্লেখ্য, সপ্তাহে ৫ দিন এই বিশেষ দুটি মেট্রো নিজেদের গন্তব্যে রওনা দেয়। কিন্তু এই পরিষেবা চলকালীন কোন স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকে না। ফলে এই বিশেষ পরিষেবা গ্রহণ করার জন্য যাত্রীদের ইউপিআই পেমেন্ট বা স্টেশনে বসানো এএসসিআরএম মেশিন থেকে টিকিট সংগ্রহ করতে হবে।