Kolkata Metro: পুজোর আবহে কলকাতা মেট্রোর সময়সূচি পরিবর্তন করা হল, জেনে নিন সম্পূর্ণ তালিকা

দুর্গাপূজার ভিড় সামাল দিতে কলকাতা মেট্রোরেলের সময়সূচী পরিবর্তন করা হল। ভিড়ের কারণে শনিবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের পথে মেট্রোর সংখ্যা বাড়িয়ে ১৩০টি করা হয়েছে। পুজোর দিনে দুপুর দেড়টা থেকে রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা মিলবে। জেনে নিন মেট্রোর সম্পূর্ণ সময়সূচী।

বিশেষ সুবিধাঃ
• পুজোর দিনে বিভিন্ন স্টেশনের ভ্রাম্যমাণ কাউন্টার থেকে কিউ আর কোডনির্ভর কাগজের টিকিট দেওয়া হবে।
• স্টেশনে বিশেষ টিকিট বুকিং টার্মিনাল হাতে টিকিট বিক্রি করবেন মেট্রোকর্মীরা।
• কলকাতা মেট্রোয় মোট ২৩টি টার্মিনাল আনা হয়েছে।
• বিশেষ টার্মিনাল ব্যবহার করে টিকিট কাটার সুবিধা মিলবে - দক্ষিণেশ্বর, দমদম, বেলগাছিয়া, শোভাবাজার-সুতানুটি, এসপ্লানেড, রবীন্দ্র সদন, যতীন দাস পার্ক, কালীঘাট, হাওড়া ময়দান ও হাওড়া স্টেশনে।
• ষষ্ঠী এবং দশমীতে মেট্রো পাওয়া যাবে মাঝরাত পর্যন্ত এবং সপ্তমী থেকে নবমীর ভোর পর্যন্ত মিলবে মেট্রো।


মেট্রোর সময়সূচী-

(কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দমদম থেকে দক্ষিণেশ্বর লাইন)

চতুর্থী এবং পঞ্চমীঃ
• কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৬টা ৫০ মিনিটে।
• দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫ মিনিটে।
• দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা নাগাদ।
• দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৪০ মিনিটে।

ষষ্ঠীঃ
• ষষ্ঠীতে প্রথম মেট্রোর সূচিতে কোনও পরিবর্তন হয়নি। তবে শেষ মেট্রো চলবে মধ্যরাত পর্যন্ত।
• দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টা ৪৮ মিনিটে।
• কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো মিলবে রাত ১১টা ৫০ মিনিটে।
• দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১২টায়।


(শিয়ালদহ থেকে সেক্টর ৫ ও সেক্টর ৫ থেকে শিয়ালদহ শাখা)

চতুর্থী থেকে ষষ্ঠীঃ
• শিয়ালদহ থেকে সেক্টর ৫ শাখায় প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে।
• সেক্টর ৫ থেকে শিয়ালদহ শাখায় প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ০৫ মিনিটে।
• এই দুই লাইনে শেষ মেট্রো পাওয়া যাবে যথাক্রমে রাত ৯টা ৩৫ মিনিট এবং রাত ৯টা ৪০ মিনিটে।

সপ্তমী থেকে দশমীঃ
• শিয়ালদহ থেকে সেক্টর ৫ শাখা ও সেক্টর ৫ থেকে শিয়ালদহ শাখায় প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ১টা থেকে।
• এই লাইনে শেষ মেট্রো রাত সাড়ে ১১টা।

দশমীঃ
• শিয়ালদহ থেকে সেক্টর ৫ শাখা ও সেক্টর ৫ থেকে শিয়ালদহ শাখায় প্রথম মেট্রো দুপুর ২টো থেকে পাওয়া যাবে।
• এই লাইনে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।


(এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান)

চতুর্থী থেকে ষষ্ঠীঃ
• এই শাখায় প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টায়।
• শেষ মেট্রো মিলবে রাত ৯টা ৫৪ মিনিটে।

সপ্তমী থেকে নবমীঃ
• প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ১টা থেকে।
• শেষ মেট্রো মিলবে রাত ১টা ৪৫ মিনিটে।

দশমীঃ
• প্রথম মেট্রো পাওয়া যাবে দুপুর ২ টোয়।
• শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে।

অন্য দিকে জোকা-মাঝেরহাট লাইনে চতুর্থী থেকে ষষ্ঠী পর্যন্ত মেট্রো চলবে, কিন্তু সপ্তমী থেকে একাদশী পর্যন্ত এই শাখায় কোনও পরিষেবা পাওয়া যাবে না। চতুর্থী থেকে ষষ্ঠী জোকা-মাঝেরহাট লাইনে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল সাড়ে ৮টা এবং শেষ মেট্রো দুপুর সাড়ে তিনটেতে পাওয়া যাবে। এছাড়াও, কবি সুভাষ থেকে রুবি শাখাতে একই সময়ে পরিষেবা মিলবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...