Kolkata Metro: কলকাতা মেট্রো রেলে জুড়তে চলেছে আরও ২০টি রেক

কলকাতা মেট্রো রেলের ৩৬ রেকের ‘বাহিনী’–তে জুড়তে চলেছে আরও ২০টি রেক। এর ফলে আরও বেশী সংখ্যক যাত্রী যাতায়াত করতে পারবে মেট্রো রেলগুলিতে। এই নয়া রেকগুলি মূলত মেট্রোরেলের অরেঞ্জ, পার্পল ও ইয়লো লাইনে চালানো হবে।

বর্তমানে শহরের বিভিন্ন লাইনে চালানোর জন্য ৮ কামরার মোট ৩৬টি রেক রয়েছে। এর মধ্যে কবি সুভাষ থেকে রুবি–র মধ্যে চলাচল করে চারটি রেক ও জোকা–মাঝেরহাট লাইনে চলাচল করে চারটি রেক। বর্তমানে কলকাতা মেট্রোর বিস্তার ৬০ কিলোমিটার। কিন্তু আগামী তিন বছরে সেই বিস্তার প্রায় ১২০ কিলোমিটার বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের। অতএব যাত্রাপথ বাড়ার পাশাপাশি রেকের সংখ্যা বাড়ানোরও প্রয়োজনীয়তা রয়েছে। সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে খবর, চলতি বছরের এপ্রিল মাসেই ২০ টি রেকের মধ্যে দুটি রেক এসে পড়বে কলকাতায়। তবে বাকি রেকগুলি কলকাতায় আসার সম্ভাব্য সময় ২০২৫ সালের শেষ। এছাড়া আরও ৩৭টি রেকের আসার কথা কলকাতা মেট্রোয়। তবে এই রেকগুলি কলকাতা মেট্রো লাইনে চলার জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটি–র (সিআরএস) প্রতিনিধিদের অনুমোদন লাগবে।

কলকাতায় আসা এই নতুন রেকগুলি তৈরি হয়েছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। জানা গেছে, আগত সমস্ত রেকগুলিতেই অটোম্যাটিক কমিউনিকেশন–বেস্ড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিগন্যালিং সিস্টেম থাকছে। এগুলি যাত্রীদের প্রতিদিনের যাত্রা আরও আরামদায়ক করে তুলবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...