পরের মাসেই দুর্গা পুজো। আর তো কটা দিনের অপেক্ষা। রাস্তা-ঘাটে শুরু হয়ে গিয়েছে কেনাকাটার ভীড়,বাজার, বাড়তি যানবাহনের চাপ। শুধু রাস্তা ঘাট নয়, মেট্রোরেলেও এক ছবি। প্রতি বছর পুজোর আগে এই ভীড়টা লেগেই থাকে। তাই কলকাতাবাসীদের এক বিরাট সুখবর দিল মেট্রোরেল কর্তৃপক্ষ!
শনিবার এবং রবিবারে বিশেষ প্রাক-পূজা মেট্রো পরিষেবা চালু হচ্ছে। বিভিন্ন শপিং মলের নিকটবর্তী মেট্রো স্টেশনগুলিতে প্রচুর ভিড় হয়। সবাইকে ভোগান্তিতে পড়তে হয় রোজ। সেসব কথা মাথায় রেখে এই সপ্তাহের শনি ও রবিবার থেকে অতিরিক্ত মেট্রো চলবে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে। ২৩.০৯.২০২৩ (শনিবার) থেকে শুরু করে ১৫.১০.২০২৩ (রবিবার) পর্যন্ত শনি ও রবিবার বিশেষ প্রাক-পূজা মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে৷
এছাড়া বিশেষ মেট্রো চলবে ২ অক্টোবর অর্থাৎ গান্ধীজয়ন্তীর দিনও।জানা গিয়েছে, ওই দিন ২৩৪ টি মেট্রো চালানো হবে।
বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এই সুখবর জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। মেট্রোর সুখবর পেয়ে খুশি যাত্রীরা। এমনিতে সারাবছর সপ্তাহান্তে ব্যস্ত লাইনে মেট্রো সংখ্যা একটু কমই থাকে। কিন্তু পুজোর কেনাকাটার ভিড় এড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ এবং তাতে বেশ খুশি যাত্রীরা।