কলকাতার রাস্তায় আসতে চলেছে হুড খোলা দোতলা বাস

বহুকাল আগে কলকাতার বুকে ঘুরে বেড়ানো দোতলা বাসের ইতিহাস আজ অনেকটাই ঝাপসা| নতুন করে সেই স্মৃতি উসকে দিল কলকাতার রাস্তায় পদার্পণ করা হুড খোলা দোতলা বাস| শহরের রাস্তায় আসা নতুন এই বাস নিয়ে জল্পনা এখন তুঙ্গে| জানা গেছে, সাবেক দোতলা বাসের থেকে এই নতুন হুড খোলা বাস বেশ আধুনিক| এই বাস পর্যটকদের জন্যই চালানো হবে|

লন্ডনের বাকিংহাম প্রাসাদ, পিকাডিলি স্কোয়ার এবং ট্রাফালগার স্কোয়ারের মতো দ্রষ্টব্য স্থান ঘুরে দেখানো জন্য পর্যটকদের কাছে অধিক জনপ্রিয় এইধরনের বাস| একবার টিকিট কাটলে সেই বাস থেকে যতবার খুসি ওঠানামা করা যায়| বছর কয়েক আগে লন্ডনে এই বাস দেখে কলকাতার রাস্তাতেও এই বাস নামানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| এরপরেই পরিবহন দফতরের পক্ষ থেকে কলকাতার রাস্তায় এই বাস চালানোর পরিকল্পনা করা হয়| এমনকি লন্ডনে গিয়ে এই বাসের পরিষেবা দেখেও আসেন পরিবহন দফতরের আধিকারিকরা|

দেশের মধ্যে এখনো মুম্বাই-এ দোতলা বাসের পরিষেবা চালু থাকলেও তা লন্ডনের দোতলা বাসের মতো নয়| সব দেখেশুনে কলকাতার রাস্তায় চালানোর জন্য দুটি বাস তৈরির বরাত দেওয়া হয় জামসেদপুরের একটি সংস্থাকে| নতুন এই বাস চালানোর জন্য ‘সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট’-এর অনুমতি নিতে হচ্ছে| জানা গেছে, ইতিমধ্যেই সাময়িক অনুমতি মিলেছে|

জানা গেছে, হুড খোলা এই দোতলা বাসে মোট ৫১ জন যাত্রী একবারে চড়তে পারবেন| যাত্রীদের বসার জন্য ৪৬টি আসনের ব্যবস্থা রয়েছে এই বাসে| দোতলার খোলা ছাদে যাওয়ার জন্য বাসের মধ্যেই রয়েছে দুটি সিঁড়ি| একতলায় যাত্রীদের দাঁড়ানোর সুযোগ থাকলেও দোতলায় দাঁড়ানোর কোনো সুযোগ নেই| ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে চলার উপযোগী করে তৈরী করা হচ্ছে এই বাস| জানা গেছে, বাসে থাকবে প্রচুর সিসিটিভি ক্যামেরাও|

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...