ভুলে যাওয়ার নিরিখে এগিয়ে কলকাতা

প্রতিদিন স্কুল কলেজ অফিসকাচারি যাওয়ার সময়ে সময় বাঁচাতে অনেকেই অ্যাপনির্ভর ক্যাবের উপরই ভরসা রেখে থাকেন| এতে সময়ও বাঁচে আর নির্বিঘ্নে যাওয়াও যায়| কিন্তু সম্প্রতি এই ক্যাব আর কলকাতার মানুষজনদের নিয়ে সামনে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য| জানা গেছে, মনের ভুলে গাড়িতে জিনিসপত্র ফেলে যাওয়ার নিরিখে মুম্বাই-এর পরেই জায়গা করে নিয়েছে কলকাতা| বেঙ্গালুরু এবং দিল্লির মতো ব্যস্ত শহরগুলিও এখনো এই শিরোপা অর্জন করতে পারেনি|

গত এক বছরে ক্যাবে জিনিসপত্র ফেলে যাওয়া খতিয়ে দেখে সম্প্রতি দেশের দশটি শহরের পরিসংখ্যান করেছে একটি অনলাইন অ্যাপ-ক্যাব সংস্থা| তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভুলো মনের কারণে ক্যাবে ফেলে যাওয়া জিনিসের তালিকাটি বেশ দীর্ঘ| সবচেয়ে বেশি ফেলে যাওয়া জিনিসের মধ্যে রয়েছে মোবাইল, ব্যাগ, চশমা, হেডফোন, ছাতা এমনকি টেডি বিয়ার, গোলাপফুল প্রভৃতিও| শুধু তাই নয়, বেলুন থেকে শুরু করে নকল দাঁতের পাটি, এসির রিমোট, পরীক্ষার নোটস এমনকি নতুন কেনা ঝাঁটাও সংযুক্ত হয়েছে এই তালিকায়| সপ্তাহের কোন কোন দিনে যাত্রীদের কোন কোন জিনিস ফেলে যাওয়ার সম্ভাবনা বেশি তা নিয়েও একটি তালিকাপ্রকাশ করেছে এই সংস্থা| জানা গেছে, দুপুরে ২টো থেকে ৩টের মধ্যে অর্থাৎ খাবারের সময়ে যাত্রীদের মধ্যে এই অন্যমনস্কতাটি সমচেয়ে বেশি দেখা যায়| সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার জিনিসপত্র ফেলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যাত্রীদের মধ্যে| সোমবার এবং শুক্রবার যাত্রীদের একাংশের বিজনেস কার্ড ফেলে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়| মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ক্যাবে দুপুরে খাবারের প্যাকেট বা টিফিনের বাক্স ফেলে যাওয়ার ঘটনা বেশি ঘটে| শনি ও রবিবার আবার গিটার ফেলে যাওয়ার প্রবণতাও দেখা গেছে|

গত তিনবছর ধরে ভুলে যাওয়ার নিরিখে প্রথম স্থানে থাকা বেঙ্গালুরু অবশেষে নেমেছে পঞ্চম স্থানে| উপরের দিকে উঠে এসেছে মুম্বাই, কলকাতা এবং ইলাহাবাদ|  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...