মৎস্য খাইব সুখে

বাঙালি মানেই মাছ| বাংলার দুপুর মানেই মাছ আর ভাত| সে বাড়িতেই হোক কিংবা বাড়ির বাইরে, বা হোম ডেলিভারি থেকে|

চলতি সপ্তাহের শুরুতেই হয়ে গেল বাংলার নববর্ষ!

এই বাংলার নববর্ষে আপনারা নতুন পোশাকে অনেক দোকানে হালখাতা করেছেন| আর বাড়িতে হয়েছে ভুরিভোজ এর রকমারি| কেউ বা গেছেন প্রিয়জনদের সাথে রেস্তোঁরায়| এখনো এই নববর্ষের রেশ থেকে বেরিয়ে উঠতে পারেননি অনেকেই| কিন্তু আপনি কি জানেন এই নববর্ষে আমরা পেয়েছি মাছের উপহার| ভাবছেন এ আবার কি বলছি?

হ্যাঁ, শহরে চলছে কলকাতা মৎস্য মহোৎসব’...

সূত্রের খবর, গত সপ্তাহের শনি বার থেকে এই মৎস্য মহোৎসব শুরু হয়েছে পার্ক সার্কাসের একটি শপিংমলের এক স্টোরে,  স্টোরটির উদ্বোধন হয়েছে শুক্রবার| সেখানে জানানো হয় এই মৎস্য উৎসবটি চলবে আগামী ২১শে এপ্রিল পর্যন্ত| এই মৎস্য মহোৎসবের স্পেশালিটি হলো এখানে প্রায় ১০০ ধরনের মাছ পাওয়া যাচ্ছে যা এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমনকি বিদেশ থেকেও মাছ আনা হয়েছে এই উৎসবে|

vetki

এই মৎস্য মহোৎসবে হরেকরকম মাছের মধ্যে মূল আকর্ষণ হলো, প্রতি কেজি ভেটকি পাওয়া যাচ্ছে ৩৯৯ টাকায়| এখানে মৌরলা প্রতি কেজি ৪৯ টাকায়| আর বাংলার অন্য সব মাছ আপনি পাচ্ছেন ১৪৯ টাকা কেজি দরে| এছাড়াও রয়েছে উপহার প্যাক যাতে থাকছে কাতলা, ভেটকি ও সদকা চিংড়ি, যার মূল্য ১৯৯ টাকা|

mourola

এই উৎসবের উদ্দেশ্য ছিল বাঙালির নববর্ষে যাতে কম দামে মাছ খাওয়ানো ও খাওয়া যায়| তাই উদ্যোক্তাদের এই পরিকল্পনা|

তাহলে আর দেরী করবেন না, গিয়ে দেখেই আসুন আর ইচ্ছা মত কিনে নিন এই মৎস্য মহোৎসব থেকে আপনার পছন্দের মাছ|

chingri

এটা শেয়ার করতে পারো

...

Loading...