কলকাতা উৎসবমুখর হচ্ছে আগামী ৮ নভেম্বর থেকে

আগামী ৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিনেপ্রেমীদের উৎসব। নন্দন-রবীন্দ্রসদন চত্ত্বর এখন উৎসব মুখরিত। শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর সঙ্গে এবারের আলাদা যোগ হল, এবারে উৎসব ২৫ বছরে পড়ছে, তাই রজত জয়ন্তী বর্ষে কলকাতা মেতেছে বিশ্বের আঙিনায় নিজেকে মেলে ধরার জন্য। উৎসব চলবে আগামী ১৫ তারিখ পর্যন্ত

                 প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, রজতজয়ন্তী বর্ষে জাঁকজমক আরো বাড়বে। বিগত কয়েক বছর ধরেই কলকাতাকে তথা পশ্চিমবঙ্গকে বিশ্বের আঙিনায় আকর্ষণীয় শুটিং লোকেশন হিসেবে তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী। সেই ভাবনাকেই আরো দৃঢ় করতে এই প্রথম উৎসবে আগত অতিথিদের জন্য কলকাতায় বিশেষ হেরিটেজ ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। 

                 শুক্রবার সাংবাদিক সম্মেলনে এবারের উৎসবের মৌলিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কিফের মুখ্য উপদেষ্টা অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, নন্দন অধিকর্তা মিত্র চট্টোপাধ্যায়, উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব বিবেক কুমার, গেটে ইনস্টিটিউটের ডিরেক্টর ফ্রিসো মেকার, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক প্রমুখ

                এবারের উৎসবে ৭৬টি দেশের ২১৪টি সিনেমা, ৫৭টি তথ্যচিত্র এবং ৯৬টি স্বল্পদৈর্ঘ্যের ছবি দেখানো হবে। উৎসব শুরু হবে 'গুপী গাইন বাঘা বাইন' ছবির ৫০ বছর পূর্তি উপলক্ষে সম্মানজ্ঞাপন করে সেই ছবি দিয়েই।  বেঙ্গলি প্যানোরামায় থাকছে ২৩টি ছবি এবং আনহার্ড ইন্ডিয়া বিভাগে থাকছে ১০টি বিরল ভাষার ছবিহোমেজ বিভাগে বার্নাদো বের্তোলুচির স্মরণে দেখানো হবে মান্না দে, জহর রায়, অরবিন্দ মুখোপাধ্যায়, গিলো পন্তেকার্ভো এবং করুণা বন্ধ্যোপাধ্যায়ের একটি করে ছবি। রেট্রোস্পেক্টিভে রয়েছে জার্মান পরিচালক আলেকজান্ডার ক্লুগে এবং স্লোভাকিয়ার পরিচালক ডুসান হানাকের ছবি। ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে শিশির মঞ্চে দেখানো হবে ছোটদের চারটি অ্যানিমেটেড ছবি। উৎসবের ফোকাস কান্ট্রি এবারে জার্মানি। সেই উপলক্ষে ঐদিন নন্দন চত্বরের একাধিক এলইডি পর্দায় একগুচ্ছ জার্মান অ্যানিমেটেড ছবি দেখানোর ব্যবস্থা করা হচ্ছে। জার্মানির 'মেজারিং দ্য ওয়ার্ল্ড' এবং 'পিনা' ছবি দু'টি থ্রি ডি তে দেখানো হবে। যা এবারের চলচ্চিত্র অনুষ্ঠানে প্রথম হচ্ছে।

               এই প্রথম উৎসবে সেলুলয়েডের নস্টালজিয়াকে সম্মান জানাতে ৩৫ এমএম প্রযুক্তির প্ৰদর্শন ফেরানো হচ্ছে। মোট ১০ টি সেলুলয়েডের ছবি দেখানো হবে। থাকছে সিনেমার ডিজিটাইজেশন ও সংরক্ষণ নিয়ে ওয়ার্কশপ। এবারেও থাকছে তারকাদের নিয়ে সিনেমা সংক্রান্ত সান্ধ্য আড্ডাগগনেন্দ্র প্রদর্শনশালায় চলচ্চিত্র উৎসবের এই দীর্ঘ যাত্রা নিয়ে একটি প্রদর্শনী এবং বিশিষ্ট জার্মান অভিনেতা পরিচালক রায়নার ওয়ার্নার ফসবাইন্ডারের জীবনী নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিভিন্ন ছবি প্ৰদর্শনের জন্য অন্যান্য প্রেক্ষাগৃহের সঙ্গে এবারে যুক্ত হয়েছে প্রিয়া, বিজলি ও মিনার। প্রতিবারের মত প্রতিযোগিতা বিভাগে বাকি পুরস্কার মূল্য এক থাকলেও স্বল্প দৈর্ঘ্য ও তথ্যচিত্রের ক্ষেত্রে এবার তা বেড়ে হয়েছে যথাক্রমে পাঁচ লক্ষ ও তিন লক্ষ টাকা

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...