কলকাতা আন্তর্জাতিক বইমেলা উদ্বোধন হয়ে গেল নির্ধারিত দিনের এক দিন আগেই। সরস্বতী পুজোর কারণেই একদিন আগে থেকেই শুরু হচ্ছে বইমেলা। এবারের বইমেলা ৪৪ তম বছরে পদার্পন করল। সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনের এসবিআই অডিটোরিয়ামে সন্ধ্যা ছ'টায় অনুষ্ঠান শুরু হয়। এ বছর বইমেলার থিম কান্ট্রি রাশিয়া। এছাড়া এ বছর বইমেলার সঙ্গে নতুন অতিথি সংযোজন হয়েছে। 'টিটো'।
এ বছর থেকেই বইমেলায় থাকছে ম্যাসকট। এবারে বইমেলার আগেই তার ম্যাপ প্রকাশিত হয়েছে এই প্রথমবার, যাতে সাধারণ মানুষের বইমেলা খুঁজে পেতে অসুবিধে না হয় এবং বইমেলায় এসে বাড়ি ফিরতে অসুবিধে না হয়। এছাড়াও পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষে একটি ক্যালেন্ডার প্রকাশিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাশিয়ার দূত নিকোলাই নিসাতোভিচ। উপস্থিত ছিলেন কলকাতার রাশিয়ান কলসাল জেনারেল।
অনুষ্ঠান শুরুর আগে রাষ্ট্রদূতের সঙ্গে শিল্প বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন মুখ্যমন্ত্রী। রাশিয়ার রাষ্ট্রদূত তাঁর ভাষণে ভারত ও পশ্চিমবঙ্গের সঙ্গে বিশেষ সম্পর্ক ও সহযোগিতার কথা উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর অনুরোধে রাশিয়ার রাষ্ট্রদূত ৪৪ বার হাতুড়ি ঠুকে বইমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বইমেলার মঞ্চ থেকে মমতার লেখা ১৩টি বই প্ৰকাশিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে ‘সিইএসসি সৃষ্টি’ সম্মান পুরস্কার দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী ভাষণ দিতে গিয়ে বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডকে বইমেলার বিবর্তনের ইতিহাস রচনার কাজ নৃসিংহপ্রসাদ ভাদুড়িকে দেওয়ার প্রস্তাব দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সম্পাদক সুধাংশুধেখর দে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সহ বিশিষ্ট জনেরা। বইমেলা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় স্টলের সংখ্যা প্রায় ৬০০।