কলকাতায় মেক্সিকো'র 'বিশ্ব ঐতিহ্য'

'আর্ট'-এর কোনও জাত-ধর্ম অথবা আলাদা দেশ হয়না, হাওয়ার মতই মুক্ত তার চলাচল। তাই এবার কলকাতার 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' এবং মেক্সিকো দূতাবাসের যৌথ উদ্যোগে তুলে ধরা হল মেক্সিকোর 'বিশ্ব ঐতিহ্য'কে।

mouni-3

mouni-4

mouni-5

mouni-6

মেক্সিকান ফোটোগ্রাফার অ্যাডআলবার্টো রিওস য্যালে' ৪৪ টি ফোটোগ্রাফ তুলে ধরা হয়েছে বিশ্ব ঐতিহ্যের এই প্রদর্শনীতে। ২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে চলবে এই প্রদর্শনী। প্রদর্শনী টি উদ্বোধন করেন ফাইন আর্টসের ট্রাস্টি বোর্ড সদস্য- নন্দিতা পালচৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন মেক্সিকোর ভারতীয় দূতাবাসের সাংস্কৃতিক এবং ট্যুরিজম অ্যাফেয়ার্স প্রধান সান্টিয়াগো রুই সানচেজ, মেক্সিকো-কনসুল সুমিত মজুমদার সহ শিল্প-সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন উপস্থিত হয়েছিলেন বহু ফটোগ্রাফি এবং শিল্পের অনুরাগী-উত্সাহী মানুষ।

mouni-2

অ্যাডআলবার্টো রিওস য্যালে' ৪৪ টি ফোটোগ্রাফে উঠে এসেছে মেক্সিকোর স্থাপত্য-জনসাধারন-শিল্প-সংস্কৃতির বহু নিদর্শন। প্রসঙ্গে সান্টিয়াগো রুই সানচেজ বলেন,

এই প্রদর্শণীর মাধ্যমে আমরা আমাদের ভারতীয় বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে চাই মেক্সিকোর সম্পদ-সংস্কৃতি-ঐতিহ্যকে, বিশেষ করে তাদের জন্য যাঁরা আগে কখনও এটা দেখার সুযোগ পাননি। এটা একেবারেই একটা সাংস্কৃতিক প্রদর্শনী অথবা এটা কে 'টুরিস্টিক এক্সিবিশন' বলা চলে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...