করোনা আর লকডাউন। দুই নিয়েই গত কয়েকমাস ধরে তুমুল চাপের মধ্যে পড়েছে মানুষ। তালাবন্ধ শহরে দমবন্ধ অবস্থায় দিনের পর দিন কাটাতে বাধ্য হয়েছে। নিশ্চয়তা আর অসুখের ভয় সারাক্ষণ।
তার মধ্যেই মানুষের সাহায্যে দেখা গিয়েছে বহু মানুষকে। ব্যক্তিগত ভয় উপেক্ষা করে তারা ছুটে গিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। পাশে দাঁড়িয়েছেন মানুষের।বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।
কিন্তু সেই সব মানুষরা থেকে গিয়েছেন আড়ালেই। প্রচন্ড কঠিন সময়ে এই অন্যরকম মানুষদের লড়াইকে সম্মান জানালো ‘কলকাতা হিরোস’- এর প্লার্টফর্ম।
লকডাউনের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়াতে এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে ‘কলকাতা হিরোস’ নিয়েছিল ভলেন্টিয়ার হিরো অ্যান্ড কমিউনিটি কানেক্ট সার্ভিস- এর উদ্যোগ।প্রায় ৩ হাজার পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। ইফতার এবং রমজান উপলক্ষে বিশেষ ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল।