Kolkata Heritage: ডিরোজ়িয়োর ১৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বাড়িতে ফলক ও মূর্তি বসানোর দাবি তুলল ‘ডিরোজ়িয়ো স্মরণ সমিতি’

হেনরি লুই ভিভিয়ান ডিরোজ়িয়ো –এই নামটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক ও শিক্ষক। এবার তাঁর স্মৃতির উদ্দ্যেশ্যে তাঁর ঐতিহ্যশালী বাড়িতে ডিরোজ়িয়োর নামের ফলক ও মূর্তি বসানোর দাবি তুলল ‘ডিরোজ়িয়ো স্মরণ সমিতি’।

কলকাতায় অবস্থিত ১৫৫এ, আচার্য জগদীশচন্দ্র বসু রোড বাড়িতে বাস করতেন তিনি। ১৮৩১ সালের ২৬ ডিসেম্বর মাত্র ২২ বছর বয়সে মারা গেলেও সেই স্বল্প জীবন পরিসরে তিনি হিন্দু সমাজের নবীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজও কলকাতার ইতিহাসে স্বরণীয় হয়ে রয়েছে তাঁর নাম। তাঁর মতাদর্শ আজও উদ্বুদ্ধ করে মানুষকে। তাঁর বাড়িকে পূর্বেই হেরিটেজ তকমা দিয়েছিল কলকাতা পুরসভা। কিন্তু সেই বাড়িতে এখনও ফলক লাগায়নি তারা। সেই কারণেই বৃহস্পতিবার ডিরোজ়িয়োর ১৯৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যশালী সেই বাড়িতে ফলক ও মূর্তি বসানোর দাবি তুলল ‘ডিরোজ়িয়ো স্মরণ সমিতি’।

derozio

বর্তমানে ডিরোজ়িয়োর সেই বাড়িতে একটি বেসরকারি হাসপাতাল আছে। সেখান থেকে ডাক্তারি পরিষেবা পায় মানুষ। কিন্তু সেই বাড়ি যে একজন মহান সমাজ সংস্কারকের, এই বিষয়ে ওয়াকিবহাল নন অনেকেই। সেখানে তাঁর কোনও স্মৃতিচিহ্ন নেই। কলকাতা পুরসভার হেরিটেজ বিভাগের এক কর্তার দাবি, সেই বাড়িটিকে ‘গ্রেড ওয়ান’ হেরিটেজের তকমা দেওয়া হয়নি। সেই কারণেই ডিরোজ়িয়ো স্মরণ সমিতি এই মুর্তি ও ফলক বসানোর দাবি জানিয়েছে। সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এই বিষয়ে আগেও পুরসভাকে অনুরোধ করেছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...