দুদিন আগেই ক্রিসমাস উৎসবে মেতে উঠেছিল সকলে। এবার নব বর্ষের পালা। ক্রিসমাস আসা মানেই বছর শেষের দিকে প্রায়। ফের নতুন বছরে পা দেবে গোটা বিশ্ব।
এবার নব বর্ষকে স্বাগত জানাতেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। থার্টিফার্স্ট নাইটের অপেক্ষায় এখন সবাই। তাই বাংলায় ২০২৪-কে ধুমধাম করে স্বাগত জানাবে বলে প্রস্তুতি চলছে জোরকদমে।
বাংলার বিভিন্ন জেলার গেলেই চোখে পড়ছে আলায় মোড়ে রাস্তা। ঝলমল করছে চারিদিক। তবে, এই তালিকায় সর্ব প্রথম রয়েছে কলকাতা। কলকাতার পার্ক্সট্রিট, বৌ ব্যারাক্স ছাড়াও শহরের আনাচে কানাচে সেজে উঠেছে আলোয়। মানুষের ঢল নেমেছে রাস্তায় রাস্তায়।
এবার কলকাতার লেকটাউন এলাকাও মেতে উঠেছে। লেকটাউন হয়ে উঠেছে ‘মিনি পার্ক্সট্রিট’। ভিআইপি রোড ধরে প্রায় দু’ কিলোমিটার রাস্তা দিয়ে গেলেই মনে হবে আলোর শহরে প্রবেশ করা হয়েছে। কারণ ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে বর্ষবরণ উৎসব। মেতে উঠেছে সাধারণের ঢল।
জানা গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের দমকল মন্ত্রী, সুজিত বসুর তত্ত্বাবধানে শ্রীভূমি স্পোটিং ক্লাবের ব্যবস্থাপনায় লেকটাউনে চলছে নানা অনুষ্ঠান, সাথে চলছে দারুন খাওয়া দাওয়াও।
এই অনুষ্ঠানে খাওয়া-দাওয়া, হইহুল্লোড় সবকিছু চলবে নতুন বছর পর্যন্ত। তবে, জানা গিয়েছে খাওয়া-দাওয়ার পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন খ্যাতনামা সংগীত শিল্পীদেরও দেখা যাবে ।
উৎসবের মাঝে ব্যস্ত সকলেই। তবে, সেই প্রতিদিনের ব্যস্ততাকে মিটিয়ে শেষ কটা দিন এই আনন্দ উৎসবে মেতে উঠতে রাস্তায় দেখা যাচ্ছে সকল বয়সের মানুষদের। সেখানে বাদ যায়নি ছোট্ট ছোট্ট বাচ্চারাও। মেতে উঠেছে সকল সাধারণ।
শুধু বর্ষবরণ উৎসব নয়, লেকটাউনে চলা পৌষ পার্বণ মেলাও চলছে ধুমধাম করে। সেখানে দেখা যাচ্ছে চোখে পড়ার মতো ভিড়। এই বছর নয়, গত কয়েক বছর ধরে লেকটাউনে চলছে পৌষ পার্বন উৎসব।
কলকাতা শহরের শীতের মরসুমে বাঙালির কাছে পিঠেপুলি খাওয়াটা একটা রীতি বলা যেতে পারে। তাই এই বন্দোবস্ত করা হয়েছে এই জায়গায়।
এক কথায় বলাই যেতে পারে যে নতুন বছর ২০২৪-কে স্বাগত জানাতে তৈরি কলকাতা শহর।