বিসিআই গ্লোবালের সমীক্ষা অনুযায়ী বিশ্বব্যাপী উদীয়মান টেক হাবের তালিকায় কলকাতা

‘কলকাতায় শিল্প নেই’-এই কথাটা প্রায় প্রত্যেক মানুষের মুখেই শুনতে পাওয়া যেত। কিন্তু সেই কথা এবার বন্ধ করে দেখিয়ে দিয়েছে শহর। আন্তর্জাতিক সংস্থার সমীক্ষার দিকে তাকালেই দেখা গেছে এক অন্য চিত্র। সেই চিত্রই এবার বদলে দেবে বহু মানুষের চিন্তা-ধারণা।

এবার নেদারল্যান্ডসের সংস্থা বিসিআই গ্লোবালের সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে যে বিশ্বব্যাপী শিল্প ও সফটঅয়্যার ডেভলপমেন্টের নতুন ঠিকানা হতে পারে। এক কেরালার থিরুবনন্তপুরম এবং অন্যটি হল পশ্চিমবঙ্গের কলকাতা শহর।

পুরো বিশ্বে মোট ২৪টি শহরকে 'আউট অব দ্যা বক্স' টেক কোম্পানিগুলির গন্তব্য হিসেবে বেছে নিয়েছে বিসিআই গ্লোবাল। সেই তালিকার মধ্যেই রয়েছে ভারতের এই দুই শহরের নাম। 

1673128293_new-project-1

জানা গিয়েছে যে এই সমীক্ষাটি বিসিআই গ্লোবালের সহযোগী সংস্থা জোসেফিয়েন গ্লডেমানস করেছে।

বিশ্বের সমস্ত শহরের মধ্যে থেকে কিভাবে বাছা হয়েছে এই শহরগুলিকে? জানা গিয়েছে যে প্রথমে গোটা পৃথিবীকে মোট তিনটি ভাগে ভাগ করা হয়। এরপর প্রতিটি ভাগ থেকে ৮টি করে জায়গা বেছে নিয়েছে সংস্থা। সেই তিনটি ভাগের নাম হল আমেরিকা, ইউরোপ-মিডল ইস্ট ও এসিয়া প্যাসিফিক।

বেশ কিছু বিষয় মাথায় রেখে এই শহর বাছার সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন প্রতিটি শহরের অবস্থান, মানুষের বসবাস, বিমান বন্দর, ডিজিটাল হাব, হাইওয়ে, শ্রমিক, বসবাসের খরচা, এরকম নানান জিনিস দেখেই সমীক্ষা করা হয়।

বিসিআই গ্লোবালের তরফ থেকে জানা গিয়েছে যে কেরালা ব্যবসার জায়গা নয়। এটাই সবাই বলে। কিন্তু থিরুবনন্তপুরমে জনসংখ্যা ১৭ লাখ। সাথে সুন্দর আবহাওয়া, সস্তা জায়গা এবং বসবাসের জন্য খুবই ভালো। তাই তাদের মতে এটি ‘টেক হাব’ তৈরির জন্য একদম যথাযত জায়গা।

অন্যদিকে, কলকাতা শহরকে বেছে নেওয়ার কারণ জানিয়েছেন বিসিআই গ্লোবাল। তাদের কথায় শহরজুড়ে শ্রমিকের সংখ্যা প্রচুর এবং সস্তা। এছাড়া বহু মানুষদের মধ্যে ইংরোজি স্পিকিং স্কিল রয়েছে। এখানে অন্যান্য শহরের তুলনায় বাজার দর এবং থাকার খরচ খুবই সস্তা এবং কম। তবে, মানুষের মুখে শোনা যায় যে কলকাতা শহরে ব্যবসা করা খুবই কঠিন।

কিন্তু ২০২২ সাল থেকে সেই ধারণা পালটে গিয়েছে। এখন এখানে ব্যাবসা করা খুবই সহজ। এছাড়া এখানে বহু মাল্টি ন্য়াশনাল কোম্পানিকে দেখা যাচ্ছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...