Driverless metro in kolkata : কলকাতা শহরে চলবে চালকহীন মেট্রো! জানুন বিশদে

লাইন আছে, ট্রেনও আছে কিন্তু ভাবুন সেই ট্রেনে কোনও চালক নেই! ভাবলেই অবাক লাগছে না? কিন্তু এটাই সত্যি। এবার থেকে এটাই হবে কলকাতা শহরে। চালক ছাড়াই চলবে ট্রেন। তবে, ট্রেন মানে এখানে মেট্রো। দিল্লির পর এবার কলকাতা। সেই রুটেই চলবে চালকহীন মেট্রো।

ইতিমধ্যেই জানা গিয়েছে যে শিয়ালদহ থেকে সল্টলেক (ইস্ট-ওয়েস্ট) পর্যন্ত এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত চালকহীন মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। সফল ট্রায়াল রানের পরেই এই দুই লাইনে চালকহীন মেট্রো চালু করার সম্ভাবনা রয়েছে।

এক নতুন ইতিহাস গড়তে চলেছে শহর কলকাতা। এই প্রযুক্তি একেবারে অত্যাধুনিক। তাকে বলা হয় অটোমেটিক ট্রেন অপারেশন। এই পদ্ধতিতে মোটরম্যান বা চালক ছাড়াই ছুটবে মেট্রো।

71604afd28fe3838f1d07c163147630e_original

এই অত্যাধুনিক পদ্ধতিকে অটোমেটিক ট্রেন অপারেশন বলা হয়। এই পদ্ধতির সাহায্যে কোনও মোটরম্যান বা চালক ছাড়াই ছুটবে মেট্রো। জানা গিয়েছে যেই অত্যাধুনিক রুটে মেট্রো চলবে, সেখানে সিগন্যালিং ব্যবস্থা পরিচালিত হবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোলের (CBTC) সিস্টেমের মাধ্যমে।

জানা গিয়েছে চালকযুক্ত মেট্রোতে ‘হিউম্যান এরর’ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই পদ্ধতি শুরু হলে সেটা আর হবে না, বিশেষ করে পাবলিক অ্যাড্রেস সিস্টেম মেট্রোর অভ্যন্তরে। এই সুত্রে মেট্রোর দরজা খোলা বন্ধ জটিলতাও বন্ধ হবে। এছাড়া যেকোনও ছোটখাটো সমস্যা মিটতে পারে এই নতুন পরিষেবা থেকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...