আবার কলকাতা পুলিশের মানবিক মুখ দেখল বইমেলা| রবিবার বইমেলার ভিড়ে হারিয়ে যাওয়া এক চারবছরের শিশুকে উদ্ধার করে দিল পুলিশ| তাও মাত্র আধ ঘন্টার মধ্যে| হোয়াটস অ্যাপের মাধ্যমে শিশুটির ছবি শেয়ার করে দ্রুত তত্পরতার সঙ্গে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়| রবিবার ছুটির দিনে বেশ লোক সমাগম হয়েছিল বইমেলা চত্বরে| বাবা- মার সঙ্গে হাত ধরে রাজারহাট থেকে মেলায় এসেছিল শীর্ষা| শীর্ষা কথা বলতে বিশেষভাবে সক্ষম| ষ্টলে বইয়ের পাতা উল্টানোর ফাঁকে সে হাত ছাড়িয়ে কখন অন্যদিকে চলে গেছে টের পাননি শীর্ষার মা-বাবা| খেয়াল পড়তেই মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে তাঁদের| কারণ হারিয়ে গেলে নিজের নাম বা ঠিকানা কিছু জানাতে পারবে না তাদের মেয়ে| সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছেন গিল্ডে | সেখানে বারবার শীর্ষার নিরুদ্দেশের খবর অ্যানাউন্স করেও কেউ খুঁজে পাননি তাকে| এরপর তারা যোগাযোগ করেন মেলায় কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছে|
সাদা সোয়েটার ও মাথায় গোলাপী টুপি পরা শীর্ষার বিবরণ পাঠানো হয় সমস্ত পুলিশ কর্মীদের| পাশাপাশি শীর্ষার একটি ছবি নিজেদের গ্রুপে শেয়ার করে দেওয়ায় কাজটা সহজ হয়ে যায়| কিন্তু ভিড়ের চাপে সেই কাজ খুব একটা সহজ ছিল না| প্রতি ষ্টল এ ছবি দেখে শিশুটিকে খোঁজার চেষ্টা চলে| অবশেষে তাকে খুঁজে পাওয়া যায় ফুড ষ্টলের কাছে| এক কনস্টেবল তাঁকে খুঁজে পান| তবে যে মেয়েটির যে ছবি গ্রুপে দেওয়া হয়েছিল সামনাসামনি দেখে অন্যরকম মনে হওয়ায় কনস্টেবল আবার একটি ছবি তুলে গ্রুপে পাঠান| সেই ছবি শীর্ষার বাবা- মাকে দেখিয়ে নিশ্চিত হয় যে সেটি তাঁদের মেয়ে| এরপর শীর্ষাকে নিয়ে আসা হয় পুলিশ কন্ট্রোল রুমে| সেখানেই অপেক্ষা করছিলেন শীর্ষার মা-বাবা| মেয়েকে ফিরে পেয়ে প্রাণ ফিরে পান শীর্ষার মা| দুজনেই অসংখ্য ধন্যবাদ জানান কলকাতা পুলিশ|