শীতকাল বঙ্গে এলেই সাজ সাজ রব পড়ে যায় কলকাতা বইমেলার। কিন্তু সাহিত্যপ্রেমীদের জন্য দুঃসংবাদ। ২০২৫ সালে কলকাতা বইমেলা থেকে বাদ পড়ল বাংলাদেশের নাম। বাংলাদেশি স্টল আর শোভা পাবেনা বইমেলা জুড়ে। রাজনৈতিক ও প্রশাসনিক কারণেই মূলত এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
হাইলাইটসঃ
১। কলকাতা বইমেলা থেকে বাদ পড়ল বাংলাদেশের নাম
২। রাজনৈতিক ও প্রশাসনিক কারণেই মূলত এই সিদ্ধান্ত
৩। ১৯৯৯ সালে প্রথমবার থিম কান্ট্রি হিসেবে বাছা হয়েছিল বাংলাদেশ
বই সাহিত্য তথা সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটায় মানুষের। নানা দেশের নানা কথা জুড়ে থাকে বইয়ের পাতা। ১৯৯৬ সালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসেন। তার পর থেকেই কলকাতা বইমেলায় প্রথমবার যোগদান করে বাংলাদেশ। বাংলাদেশের নানা লেখেকের নানা বইয়ের সাথে পরিচয় ঘটে ভারতের। তারপর ১৯৯৯ সালে প্রথমবার থিম কান্ট্রি হিসেবে বাছা হয়েছিল বাংলাদেশের নাম। এরপর থেকেই প্রতিবছর বাংলাদেশ স্টলের প্রতি আকর্ষণ বাড়ে সাহিত্যপ্রেমী মানুষদের। কিন্তু দীর্ঘ ২৮ বছর পর ভাটা পড়ল এই উৎসাহে।
২০২৫ সালে ২৮ জানুয়ারি থেকে ৯ ফ্রেব্রুয়ারি আয়োজিত হবে কলকাতা বইমেলা। মেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড এই বছর মেলার অতিথি দেশের তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে গিল্ডের তরফ থেকে এর কোনো কারণ জানানো হয়নি, তবে সূত্রের দাবি, বর্তমানে বাংলাদেশের সাথে রাজনৈতিক সম্পর্ক অবনতির এই সিদ্ধান্তের মুখ্য কারণ।
এই সিদ্ধান্তে বইপ্রেমীদের মধ্যে হতাশা এবং ক্ষোভ দেখা দিয়েছে। কলকাতা বইমেলা বরাবরই দুই বাংলার সাহিত্যিক, প্রকাশক এবং পাঠকদের মিলনমেলা। অনেকেই মনে করছেন, দুই বাংলার মধ্যে সাহিত্যের এই সেতুবন্ধন রাজনৈতিক বা প্রশাসনিক কারণে নষ্ট করা উচিত নয়। বাংলাদেশি প্রকাশকরাও এই সিদ্ধান্তে আশাহত।