কলকাতার এসি বাস বর্তমানে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে।শহরের বিভিন্ন জায়গায় যাতায়াতের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই বাসগুলি। এবারে কলকাতার মানুষের অন্যতম প্রিয় জায়গা দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে যাতে এসি বাসে করে যাওয়া যায়, তার চেষ্টা করছে ভূতল পরিবহন নিগম। সংশ্লিষ্ট দফতর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শ্ৰীমন্ত মালি প্রস্তাব দিয়েছিলেন দু'টি বাস চালানোর জন্য। তবে আপাতত দু'টির জায়গায় একটি এসি বাস চালানোর বিষয়ে একপ্রস্থ আলোচনা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই তা চালু হতে চলেছে।
নামখানায় হাতনিয়া-দোয়ানিয়া নদীতে ভেসেল পরিষেবার সমস্যা হওয়ার জন্য সিটিসি সপ্তাহে যে একটি এসি বাস চালাচ্ছিল কিছুদিন, তা অনিয়মিত হয়ে যায়। দুপুর ১টায় বাসটি কলকাতা থেকে ছাড়ছিল। বর্তমানে নারায়নপুর থেকে নামখানায় নদীর ওপর সেতু হয়ে যাওয়ায় ভেসেল সমস্যা আর থাকছেনা। এর ফলে বাসের সমস্যা আর থাকবেনা বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এতদিন কলকাতা থেকে বকখালি যেতে ছ'ঘন্টা সময় লাগত। সেতু হয়ে যাওয়ায় সেই সময় অনেকটাই কমে যাবে। তিন থেকে বড়জোর সওয়া তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে বকখালিতে। আপাতত কলকাতা ও বকখালির মধ্যে ভূতল পরিবহন নিগম মোট ১৪টি নন এসি বাস চালানোর অনুমোদন দিয়েছে। তার মধ্যে আপাতত দশটি বাস চলছে।
এইভাবে এতগুলো বাস একসঙ্গে কলকাতা থেকে প্রতিদিন এসে দাঁড়ানো ও তার নিয়ন্ত্রণের ব্যাপারে নামখানা বিডিও অফিসে বৈঠক ডাকা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন, বকখালি-ফ্রেজারগঞ্জ লজ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি বিদ্যুৎকুমার দিন্দা, পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা মালি মন্ডল, বিডিও রাজীব আহমেদ, শ্ৰীমন্ত মালি সহ সরকারি ও বেসরকারি বাস মালিক ও আধিকারিকরা। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি ও বেসরকারি বাস নিয়ন্ত্রণের জন্য বকখালিতে কেন্দ্রীয় বাস সিন্ডিকেট কমিটি হবে। তাতে প্রশাসন, পুলিশ, হোটেল মালিক ছাড়াও বাসের লোকজন থাকবেন। ওই বৈঠকে আরো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বকখালি থেকে নামখানা ২৪৩ এবং কাকদ্বীপ লট-৮ থেকে নারায়নপুর ৯৪ পর্যন্ত দু'টি রুটকে এক্সটেনশন করা হল। আগামী রবিবার ২৩ জুন থেকে ওই দু'টি রুটের ৩৪ টি বাস নামখানার সেতু দিয়ে বকখালি থেকে কাকদ্বীপ লট-৮ অব্দি চলবে। সাগর থেকে ফেরার সময় পর্যটকরা কাকদ্বীপ থেকে সরাসরি বকখালি যেতে পারবেন।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে একটি বেসরকারি সুপার ফাস্ট লাক্সারি বাস কলকাতা থেকে বকখালি যাতায়াত শুরু করে দিয়েছে। কলকাতা থেকে দুপুরে ছাড়বে এবং বকখালি থেকে ভোরে ছাড়বে। তাহলে এই বাস পরিষেবার মাধ্যমে বকখালি যাওয়া এখন অনেকটাই সুবিধে হবে বলে মনে করা হচ্ছে।