কলকাতায় আয়োজিত হতে চলেছে ‘২০২২ ফিফা বিশ্বকাপ’-এর কোয়ালিফায়ার পর্বের ম্যাচ

আসন্ন ২০২২ বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ আয়োজন করার সুযোগ পেল কলকাতা ও গুয়াহাটি। ভারতীয় ফুটবল টিমের হয়ে প্রথম দু’টি ম্যাচ আয়োজন করবে এই দু’টি ফুটবলপ্রেমী শহর। বৃহস্পতিবার, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) জেনারেল সেক্রেটারি কুশল দাশ বিষয়টি সুনিশ্চিত করে বলেছেন, “দুটি স্টেডিয়ামই বিশ্বমানের। ২০১৭ অনুর্ধ ১৭ বিশ্বকাপের ম্যাচগুলি এই স্টেডিয়ামগুলিতে আয়োজিত হয়েছিল, সেই সূত্রেই AFC-র তরফ থেকে অনুমোদন গৃহীত হয়েছে।“  খবরটি প্রকাশ হওয়ার পরই এ নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে কলকাতার আপামর ফু্টবলপ্রেমী মানুষ।

কলকাতায় ইস্ট-মোহন ডার্বির ক্রেজ অন্য স্তরের, তবে জাতীয় দলের হয়ে গ্যালারীতে গলা ফাটানোর মধ্যে অন্য উন্মাদনা রয়েছে, তাও আবার সে ম্যাচ যদি হয় বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ। স্কিল ও দক্ষতায় পরিপূর্ণ জাতীয় দলের ফুটবলাররাও এই মূহুর্তে খোশমেজাজে রয়েছেন।

বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্বের প্রথম দু’টি ম্যাচ আয়োজিত হবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম ও কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কাতার, ওমান, আফগানিস্তান, বাংলাদেশের পাশাপাশি ভারতও রয়েছে কোয়ালিফায়ার পর্বের গ্রুপ E -তে। গুয়াহাটিতে, প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হবে ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে, কলকাতার যুবভারতীতে বাংলাদেশের বিরূদ্ধে খেলতে নামবেন সুনীলরা।

৫ই সেপ্টেম্বর ওমানের বিরূদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের কোয়ালিফায়ার অভিযান এবং আগামী বছরের ৯ই জুন আফগানিস্তানের বিরূদ্ধে ম্যাচের মধ্যে দিয়ে তা শেষ হবে।

গত বছর পর্যন্ত ফিফা বিশ্ব র‍্যাংকিং-এ ৯৭ নম্বরে অবস্থান করছিল ভারত। চলতি বছরের ফেব্রুয়ারিতে তা নেমে দাঁড়িয়েছে ১০৩-এ। যদিও এ বিষয়ে সমর্থক সহ খেলোয়াড়েরা আশাবাদী যে, আরও ম্যাচ খেলার সাথে সাথে খুব শীঘ্রই আরও শীর্ষে উঠবে ভারত।    

ভারতের ম্যাচগুলির পূর্ণাঙ্গ সূচিঃ-

  • ৫ই সেপ্টেম্বর - ভারত বনাম ওমান
  • ১০ই সেপ্টেম্বর – কাতার বনাম ভারত
  • ১৫ই অক্টোবর – ভারত বনাম বাংলাদেশ
  • ১৪ই নভেম্বর – আফগানিস্তান বনাম ভারত
  • ১৯শে নভেম্বর – ওমান বনাম ভারত
  • ২৬শে মার্চ – ভারত বনাম কাতার
  • ৪ঠা জুন – বাংলাদেশ বনাম ভারত
  • ৯ই জুন – ভারত বনাম আফগানিস্তান

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...