কলকাতা বিমানবন্দর এবার আরো বড়

চলতি বছরের ৭ই জুলাই শনিবার  রাজ্যে আগমন কেন্দ্র মন্ত্রী সুরেশ প্রভু| তিনি রবিবার রাজ্য দপ্তরে এসে এক সাংবাদিক বৈঠকে এই রাজ্যকে নিয়ে কেন্দ্রের নানা পরিকল্পনার কথা বলেন|

দেশের বানিজ্য ও পরিবহন মন্ত্রী সুরেশ প্রভু জানান বাংলার উন্নতির জন্য রাজ্যে এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাক্চারিং ইউনিট গড়ে তুলতে চায় কেন্দ্র| সাথে কলকাতা বিমানবন্দরকে আরো বড় করতে চায় আকারে কারণ উদ্দেশ্য হলো কলকাতা তথা বাংলা থেকে অত্যাধিক রপ্তানি করা| অর্থাৎ আমাদের বাংলার সম্প্রতি জিনিসপত্র দেশের মার্কেটে আরো বেশি জোড়ালো করবে এর স্থান|

প্রভু আরো বলেন, “বাংলা এক সময়ে দেশের আর্থিক রাজধানী ছিল| আমরা চেষ্টা করছি যাতে পশ্চিমবঙ্গ আবার সেই আর্থিক সমৃদ্ধি ফিরিয়ে আনা যায়|” সেখানে স্পষ্ট ভাষায় ঘোষিত করা হয় চলতি মাসেই ১৬ই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বাংলায় এক কৃষক সমাবেশে| সমাবেশটি হবে মেদিনীপুর জেলায়|

এটা শেয়ার করতে পারো

...

Loading...