‘মেট্রো’ আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি যান, যার মাধ্যমে আমরা খুব কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাই|
কলকাতা মেট্রো ক য়েক মাস ধরে বেশ কিছু কারণে নানা সমস্যার সম্মুখীন হয়ে চলেছে| তবে শহরবাসীর আস্থা যখন মেট্রোতেই, তাঁরা মেট্রোতে যাতায়াত করতেই সাচ্ছন্দ্য বোধ করে| শহরবাসীর সুরক্ষার কথা মাথায় রেখেই এর আগে রেলওয়ে সেফটি কমিশনারের তরফ থেকে সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রস্তাব এসেছিল| এবার সেই পথেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে| সূত্রের খবর, পুরোনো ১৩টি এসি মেট্রো রেক আর নতুন আসা ২টি এসি মেট্রো রেক, সব মিলিয়ে মোট ১৫টি রেকেই সিসিটিভি ক্যামেরা লাগানো হবে|
মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে রেকগুলির প্রত্যেকটিতে দুপাশে ২টি করে মোট ৮টি ক্যামেরা লাগানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যায়| ইতিপূর্বেই কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলওয়েতে এই পরিষেবার ব্যবস্থা করা হয়েছিল, এবার কলকাতা নর্থ-সাউথ মেট্রোতেও এই ব্যবস্থা চালু হবে|
কলকাতা মেট্রো রেলের প্রধান জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এসি কামরাগুলির ভিতরে ক্যামেরা বসানোর প্রস্তাব আগেই রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছিল। এ বার যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তাঁরা রেকের বাইরের দিকেও ক্যামেরা বসানোর কথা গুরুত্ব দিয়ে ভেবেছেন।
এই ক্যামেরা লাগানোর একটাই উদ্দ্যেশ্য, যাত্রীবাহী মেট্রোতে যাতায়াত করার সময় যাত্রীদের কোনো সমস্যা বা বিপত্তির সম্মুখীন যাতে না হতে হয়, নেহাতই কোনো কারনে যদি সমস্যার পরিস্থিতি তৈরী হয়, তাহলে তা ওই ক্যামেরার মাধ্যমে যাতে জানতে পারা যায়। কারণ যাত্রীর সুরক্ষাকেই প্রাধান্য এবং অগ্রাধিকার দিতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ।