তৃতীয় ওডিআইতে, ভারতকে হারিয়ে সিরিজে আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওডিআইতে অ্যারন ফিঞ্চের মত এই ওডিআইতে ও টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত ‘ব্যাক ফায়ার’ করল কোহলি কে। প্রথমার্ধের শুরু থেকেই অসিরা বিপদে ফেলতে থাকে ভারতীয় বোলারদের। অ্যারন ফিঞ্চ-র ৯৩ রান ও উসমান খাওয়াজা-র ১০৪ রানের ওপর ভর করে ৩২ ওভারেই প্রায় ২০০ ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ১৯৩ রানে ফিঞ্চ আউট হয়ে গেলে ম্যাচের হাল ধরে গ্লেন ম্যাক্সওয়েল। তার ৩১ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে আরও এগিয়ে যায় অসিরা। ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৩ রানের মত পাহাড় সমান রান টার্গেট দেয় ভারতকে।
জবাবে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে কোহলি ব্রিগেড। যেই ম্যাচে ওপেনারদের প্রদর্শনীর অত্যন্ত প্রয়োজন ছিল সেই ম্যাচেই ব্যর্থ হল রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। নির্ধারিত খেলার ৫ ওভারর মধ্যেই এই দুজনের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত। তবে ভারতকে এই বিপদের মুখ থেকে অনেকটাই বার করে নিয়েছিল ক্যাপটেন কোহলি। ৯৫ বলে ১২৩ রান করে, বলা যায় ম্যাচ প্রায় ভারতের পক্ষে নিয়ে চলে এসেছিল সে। কিন্তু বাকি ব্যাটসম্যানদের পক্ষ থেকে যে সাহায্যের প্রয়োজন ছিল তা বিজয় শংকর ছাড়া তেমন ভাবে কেউ প্রদান করতে পারে নি ভারত তথা কোহলি-কে। যার ফলে অনবদ্য শতরান পেলেও ৩২ রানে ম্যাচটা হারতে হল ভারতকে। ৪৯ ওভারে ২৮১ রান করেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। হাতে আর দুটি ম্যাচ তার মধ্যে একটি জিততে পারলেই হয়ত সিরিজ ভারতের কিন্তু রাঁচির মত পিচে এইরকম হারের পরে মনোবল অনেকটাই হ্রাস পাবে ভারতীয় ক্রিকেট দলের।