রবিবার কটকে আয়োজিত তৃতীয় ওডিআইতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ২০১৯ সালের-এর মরশুম শেষ করল ভারত। তার পাশাপাশি বেশ কিছু রেকর্ডেরও অধিকারি হল ভারতীয় দল। বিগত দশবছরে ২৪৯টি ওডিআই ম্যাচের মধ্যে রবিবার ১৫৭তম ম্যাচ জিতল ভারত। যা ভারতকে দশকের সেরা দলের শিরোপা প্রদান করেছে।
সেরা দলের পাশাপাশি চলতি বছরে ক্রিকেটের তিনটি ফরম্যাট- ওডিআই, টেস্ট ও টি২০ মিলিয়ে ফের সর্বোচ্চ রানের রেকর্ড করলেন অধিনায়ক বিরাট কোহলি। এই নিয়ে টানা চারবছর এই অনন্য রেকর্ডের অধিকারি হন ‘রান মেশিন’। চলতি বছরে ২৬টি ওডিআই খেলে ১,৩৭৭ রান, আটটি টেস্টে খেলে ৬১২ রান ও ১০টি টি২০ খেলে ৪৬৬ রান করেন করেন কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন তারই সতীর্থ খেলোয়াড় রোহিত শর্মা। ২৮টি ওডিআই খেলে ১৪৯০ রান, ৫টি টেস্ট খেলে ৫৫৬ রান ও ১৪টি টি২০ খেলে ৩৯৬ রান পেয়েছেন হিটম্যান। ক্রিকেটের তিনটি ফরম্যাটে মোট ২,০৮২ রান করে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের বাবর আজাম। যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে, নিউজিল্যান্ডের রস টেলার ও ইংল্যান্ডের জো রুট।
২০১৯ সালে কোহলি পেয়েছেন ৭টি সেঞ্চুরি, যার মধ্যে প্রধান উল্লেখ্য টেস্টের ২৫৪ রান। অন্যদিকে রোহিত শর্মা ঝুলিতে রয়েছে ১০টি সেঞ্চুরি, যার মধ্যে পাঁচটি আসে বিশ্বকাপের আসরে। সবমিলিয়ে মোটামোটি বেশ ভাল বছর কাটল কোহলি সহ গোটা ভারতীয় ক্রিকেট শিবিরের। এর আগে ২০১৬ সালে, ২০১৭ সালে ও ২০১৯ সালেও এই রেকর্ডের অধিকারি হয়েছিলেন ‘চেজ মাস্টার’ কোহলি।