পারলে কোহলি রেহিত আর ওয়ার্নার-ই পারবে

সালটা ২০০৪। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সৃষ্টি হয়েছিল এক অনন্য রেকর্ডের। ইংল্যান্ডের বিরুদ্ধে সেন্ট জনস-এর ফ্ল্যাট পিচে বোলারদের তোয়াক্কা না করে এক ইনিংসে ৪০০ রান করে বিশ্ব রেকর্ড করেছিল ক্রিকেট কিংবদন্তী ব্রায়ান লারা। অবধারিত পরাজয়ের হাত থেকে ওয়েস্ট ইন্ডিসকে বাঁচান তিনি। তার সঙ্গে সঙ্গে তিনি ভাঙেন ৩৮০ রান করা অস্ট্রেলিয় তারকা ম্যাথিউ হেডেনের রেকর্ড।

পেরিয়ে গেছে ষোলোটি বছর, কিন্তু আজও এই রেকর্ড ভাঙতে পারে নি কোনও ব্যাটসম্যান। তবে কথায় বলে ‘রেকর্ডস আর মেন্ট টু বি ব্রোকেন’ অর্থাৎ রেকর্ড সৃষ্টি হয় ভাঙার জন্য। তবে আদৌ কি এই রেকর্ড ভাঙবে কোনওদিন ?  সেই অপেক্ষায় রয়েছে বিশেষজ্ঞ তথা সকল ক্রিকেট প্রেমী। তবে যিনি এই রেকর্ড গড়েছেন তার কথায় শোনা গেল এক অন্য সুর। সম্প্রতি দৃষ্টিহীন মহিলা ক্রিকেটারদের উন্নতির স্বার্থে এক টি২০ টুর্ণামেন্টের আয়োজন করার বিষয়ে জানাতে ভারতের দৃষ্টিহীন ক্রিকেট নিয়ামক সংস্থা, ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইন ইন ইন্ডিয়া’-এর তরফ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে এসে তার ৪০০ রানের রেকর্ড ভাঙার প্রসঙ্গ উঠলে, অনেক কিছু জানান তিনি।

লারার মতে যদি কেউ এই রেকর্ড ভাঙতে পারেন তবে তারা হলেন ভারতীয় অপেনার রোহিত শর্মা, ভারতের অধিনায়ক বিরাট কোহলি আর বর্তমানে, অস্টেলিয়ার তারকা ওপেনার ড্যাভিড ওয়ার্নার। তার মতে আগ্রাসি ব্যাটসম্যানরাই সৃষ্টি ও ভাঙতে পারে বিভিন্ন ক্রিকেটিয় রেকর্ড কে। বিরাট কোহলি আর রোহিত শর্মা যেমন ভাবে ব্যাট করে, তাই তারা দুজনেই এই রেকর্ড ভাঙার জন্য আদর্শ ব্যাটসম্যান। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৫ রান করেন ড্যাভিড ওয়ার্নার, হয়ত সেদিনই এই রেকর্ড ভেঙে যেত কিন্তু অজি অধিনায়ক টিম পেন ‘ডিক্লেয়ার’ ঘোষণা করে দিলে ৩৩৫ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফিরতে হয় ওয়ার্নারকে। তাতে ফের অধরাই থেকে যায় লারার ৪০০ রানের রেকর্ড। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...