দশম স্থানে কোহলি

আইসিসি টি২০ ব়্যাঙ্কিয়ে ফের উন্নতি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি-র। সম্প্রতি, আইসিসি-র তরফ থেকে প্রকাশিত ব্যাটসম্যানদের তালিকার দশম স্থানে উঠে এসেছেন তিনি।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি২০ সিরিজে স্বপ্নের ছন্দে ছিলেন ‘চেজ মাস্টার’ কোহরি। প্রথম ম্যাচে অপরাজিত ৯৪ রান, দ্বিতীয় ম্যাচে ১৯ ও তৃতীয় ম্যাচে মাত্র ২৯ বলে ৭০ রান করে তিন ম্যাচে তার মোট রান গিয়ে দাড়ায় ১৮৩, অর্থাৎ গড়ে যা প্রায় ৬০ রান প্রতি ম্যাচ। ফলে ‘ম্যান অফ দি সিরিজ’ ঘোষণা করা হয় তাকে।বর্তমানে, টি২০ ম্যাচে সর্বাধিক রান করার দৌড়ে রোহিত শর্মার সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই চলছে তার। 

অন্যদিকে ভারতের দ্বিতীয় ওপেনার কেএল রাহুল-এর ও উন্নতি ঘটেছে টি২০ ব়্যাঙ্কিয়ে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার ৫৬ বলে ৯১ রান করার পর নবম স্থান থেকে একধাপে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। তবে তৃতীয় টি২০-তে ভাল খেললেও অষ্টম স্থান থেকে নবম স্থানে নেমে গেছেন হিটম্যান রোহিত শর্মা।এই বছরটাও বেশ ভালোই কাটল বিরাট কোহলির। টেস্ট ও ওডিআই ব়্যাঙ্কিয়ে শীর্ষ স্থানের অধিকারী হওয়ার পর এবার যে তার টার্গেট টি২০তে শীর্ষস্থান অধিকার করার তা বলাই যায়।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...