কোহলি ব্রিগেড রওনা দিলো বিশ্বকাপ সফরে

বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল রওনা দিলো ইংল্যান্ড এবং ওয়েলস এর উদ্দেশ্যে যেখানে ৩০শে মে থেকে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ২০১৯। ভারতীয় দল তাদের বিশ্বকাপ এর প্রথম অভিযান শুরু করবে ৫ই জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সোউথাম্পটনে। এই মেগা ইভেন্টের আগে ভারতীয় দল ২টি ওয়ার্ম আপ ম্যাচ খেলার সুযোগ পাবে। ২টি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে নিউজিলান্ড এবং বাংলাদেশের সাথে। কেদার যাদব এখন সম্পূর্ণ ফিট আর এখন ইংল্যান্ড এর মাটি তে ভারতীয় দল চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। বুমরাহ, শামি, ভুবিরা পুরোপুরি প্রস্তুত স্মিথ, ওয়ার্নার, রুট, বাটলার উইলিয়ামসন দের মতো ব্যাটসম্যান দের চ্যালেঞ্জ এর মুখে ফেলার জন্য। ভারতীয় দল এই বিশ্বকাপ এর অন্যতম প্রধান দাবিদার। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ভারতীয় দল এইবছর তাই অনেক ব্যালান্সড। দলে হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর এর মতো প্রতিভাবান অলরাউন্ডার আছে আবার রোহিত ধাওয়ান এর মতো ওপেনিং জুটি আছে। সব মিলিয়ে এই বছরের ভারতীয় দল অনেক টাই এগিয়ে অন্য দল গুলোর থেকে। ২০১১ র বিশ্বকাপে র বিজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির সাথে ১৪জন সদস্যকে দেখতে পাওয়া গেলো অফিসিয়াল ইউনিফর্ম এ মুম্বাই বিমানবন্দরে। রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ সকলেই টুইট করে তাঁদের উচ্ছাস প্রকাশ করেছেন।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...