Koel Mallick: মল্লিকবাড়ির সরস্বতী পুজোয় সপরিবারে হাজির অভিনেত্রী কোয়েল মল্লিক, জমজমাট পুজো

মল্লিকবাড়ির সরস্বতী পুজোয় সপরিবারে দেখা মিলল বাড়ির মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক -এর। রবিবার সরস্বতী পুজো ছিল মল্লিক বাড়িতে। আর সেখানেই স্বামী ও ছেলেকে নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় সেই দিনের কিছু মুহুর্ত ভাগ করে নিয়েছেন কোয়েল। একটি ছবিতে দেখা গেছে, ঠাকুরদালানে সকলের সঙ্গে বসে রয়েছেন কোয়েল। লাল-সবুজ পাড়, ভরাট সুতোর কাজ করা হলুদ শাড়ি আর খোলা চুলে অসামান্য লাগছে তাঁকে। সামনে বসে রয়েছে ছেলে কবীর। তাঁর পরনেও রয়েছে হলুদ পাঞ্জাবি, সাদা পাজামা। ক্যাপশনে কোয়েল লিখেছেন, সকলের জ্ঞান-বুদ্ধি হোক, শুভ বসন্ত পঞ্চমী।

আবার অন্য একটি ছবিতে দেখা গেছে, স্বামী নিশিপাল ও ছেলে কবীরকে নিয়ে সরস্বতী প্রতিমার সামনে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। তিন জনের পোশাকেই রয়েছে হলুদের ছোঁয়া। তবে কোয়েলের পোস্টে দেখা যায়নি বাবা রঞ্জিত মল্লিক –কে।

প্রসঙ্গত, বড়দিনের সময় কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কোয়েল। বাড়িতে নতুন সদস্যের আগমনে এখনও খুশির হাওয়া পরিবারে। এর মধ্যে পরিবার নিয়ে মল্লিকবাড়ির পুজোয় হাজির অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা যায়নি কোয়েলের সদ্যোজাত কন্যাকে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...