ফের চালু হচ্ছে কোচি বিমানবন্দর

ঈশ্বরের আপন দেশ’ কেরল যার রুপসৌন্দর্য্য মুগ্ধ করে সারা দেশ তথা বিদেশের পর্যটকদের কিন্তু এই কদিনেই পাল্টে গিয়েছে চিত্রটা, এখন কেরলের ছবি বলতে সকলের শুধুই মনে পড়ছে ভয়াবহ এক চিত্রের কথা| বন্যা বিপর্যস্ত কেরলের প্লাবনে নষ্ট হয়েছে প্রচুর সম্পত্তি, ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর| একে একে বন্ধ হয়েছে রেল ও বিমান পরিষেবা| তবে এবার আস্তে আস্তে ছন্দে ফিরছে কেরল|

সূত্রের খবর থেকে জানা গেছে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আবার চালু হতে চলেছে কোচি বিমানবন্দর| জানা যাচ্ছে দুপুর দুটো থেকে শুরু হবে বিমান উত্তরণ ও অবতরন। কেরলের বন্যার পেরিয়ার নদী প্লাবিত হলে পড়ে তার জলের তোড়ে ভেঙ্গে যায় কোচি বিমানবন্দরের দেওয়াল| দুর্দশাগ্রস্থ বিমানবন্দরটি পর্যবেক্ষণের পর ফের চালু হতে চলেছে যার ফলে ফিরছে খানিক স্বস্তি| সকলের প্রার্থনাকে পাথেয় করেই ছন্দে ফিরছে ‘ঈশ্বরের আপন দেশ’| এখন বাকিটা সময়ের অপেক্ষা|

এটা শেয়ার করতে পারো

...

Loading...