পার্কিংয়ের জায়গা নির্বাচন করতে নয়া কমিটি গঠনে কেএমসি

পার্কিংয়ের জায়গা নির্বাচন করতে নয়া কমিটি গঠনে কেএমসি

কলকাতা শহরে এতদিন নির্দিষ্ট অর্থের বিনিময়ে পার্কিং করতে গেলে অনুমতি নিতে হত পুলিশের। বহুদিনের এই চিরাচরিত রীতির এবার বদল ঘটতে চলেছে। এবার থেকে শহরে গাড়ি বাছাইয়ের জায়গা ঠিক করবে একটি নতুন কমিটি। শুক্রবার কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকে কেএমসি’র তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন কমিটি গঠনের প্রস্তাবে সিলমোহর দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। এবার থেকে পার্কিংয়ের জায়গা নির্বাচনে একা পুলিশের আধিপত্য আর থাকছে না, পুরসভা গঠিত নয়া কমিটির নামকরণ করা হয়েছে ‘মিউনিসিপ্যাল স্ট্রিটস্‌ টেকনিক্যাল কমিটি’।

পুরসভা সূত্রের খবর, ফি-পার্কিং জোনের জায়গা চূড়ান্ত করার অধিকার এতদিন শুধু ছিল কলকাতা ট্র্যাফিক বিভাগের হাতে। বর্তমান নিয়ম অনুযায়ী শহরের কোথায় কোথায় ফি-পার্কিং জোন করা যেতে পারে তা খতিয়ে দেখে পুলিশের কাছে রিপোর্ট পেশ করে পুরসভার পার্কিং দপ্তর। রিপোর্ট পেশ করা হলেও সবসময় পুলিশ যে সেই রিপোর্ট মেনে নেয়, তা নয়। এদিকে পুর আইনে পরিষ্কার ব্যাখ্যা করা রয়েছে, এই কাজের জন্য পুরসভা চাইলেই পৃথক কমিটি গঠন করতে পারে। এত দিন তাতে বিশেষ নজর না পড়লেও এবার পালাবদল হতে চলেছে কেএমসির

এ দিন বৈঠকে পুরোনো পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আলোচনায় স্থির করা হয়েছে, আপাতত ৭ জন সদস্যকে নিয়ে ‘মিউনিসিপ্যাল স্ট্রিটস্‌ টেকনিক্যাল কমিটি’ গঠন করা হবে। আহ্বায়কের ভূমিকায় থাকবেন পুরসভারই একজন অফিসার। সে ক্ষেত্রে চেয়ারম্যান হবেন পুর কমিশনার।

পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, পার্কিং জোন নির্বাচন প্রক্রিয়া নিয়ে বহু অভিযোগ জমা পড়েছিল। বেআইনি পার্কিংয়ের রমরমা নিয়েও পৌরসভাকে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে। নতুন কমিটি পার্কিংয়ে স্বচ্ছতা নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। কেএমডি, পুলিশ ও পূর্ত বিভাগের একজন করে সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...