আইপিএল ২০১৮-র ৩৩ তম ম্যাচে জয় পেল নাইট রাইডার্স। ইডেনে চেন্নাইকে ৬ উইকেটে হারাল কলকাতা। কলকাতার অনবদ্য বোলিং লাইনআপ ও ব্যাটিং লাইন আপের জেরে খুব সহজেই জয় পেল কলকাতা। টসে জিতে ফিলডিং নেওয়ার স্ট্রেটেজি এই ক্ষেত্রে কাজে লাগল দীনেশ কার্তিকের। চেন্নাইয়ের মত ভয়াবহ ব্যাটিং লাইনআপকে ১৭৭ রানে আটকে দেওয়ার কৃতিত্ব যায় কলকাতার স্পিন ট্রায়ো-র ওপর। জবাবে ব্যট করতে নেমে শুরুটা ভালোই করে কেকেআর কিন্তু ১০ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় নাইট বাহিনী। সেই চাঁপের মুখ থেকে কলকাতাকে ফিরিয়ে আনার কৃতিত্ব দুজন খোলোয়াড়ের শুভমান গিল ও দিনেশ কার্তিক। কলকাতার এই ম্যাচ জেতায় অনেকটা হাল্কা হল প্লে-অফসের যাত্রা। আর ৫ ম্যাচে ৩টি তে জয় পেতে পারলেই প্লে-অফসের জন্য কোয়ালিফাই করো যাবে তারা। আগামী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স