রবিবাসরীয় সন্ধ্যায় ইডেনে তখন শুধুমাত্রই কলকাতার জয়জয়কার, কারন ইডেনের মাটিতে ১৮১ রানের যোগ্য জবাব দিতে পেরেছে কলকাতা নাইট রাইডার। হায়দ্রাবাদ কে ৬ উইকেটে হারিয়ে ঘরের মাঠে জয় পায় নাইটরা, তাও আবার ইডেনের মত পিচে ১৮১ রান তাড়া করে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিনেশ কার্তিক। সানরাইজার্সের হয়ে শুরুটা ভালোই করেছিল ডেভিড ওয়ার্নার ও বেয়ারস্টো। তবে এই জুটি ভেঙে গেলে কিছুটা চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। শুরুটা যেমন হয়েছিল, কমলা বাহিনীর মিডল অর্ডার ম্যচে সেই দাপট বজায় রাখতে পারে নি। ওয়ার্নার ও বেয়ারস্টো থাকাকালিন রানরেট যেখানে ছিল প্রায় ১১ রান প্রতি ওভারের কাছাকাছি তা শেষের দিকে গিয়ে থামে ৯ রান প্রতি ওভারে। ডেভিড ওয়ার্নারের ৫৩ বলে ৮৫ রানের ওপর ভর করে ২০ ওভারে ৩ উইকেটে হারিয়ে ১৮১ রানেই শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ছন্দহীন ক্রিস লিনের উইকেট হারালে ম্যাচের হাল ধরে রবিন উথাপ্পা ও নিতিস রানা। তারা কলকাতার হয়ে ইনিংস তৈরী করলেও কালকে যার অবদান সবথেকে বেশি ছিল তা হল আন্দ্রে রাসেল। তার ১৯ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংসে ও শুভমান গিলের সাপোর্টিভ ১০ বলে ১৮ রানের ইনিংসের জেরে ২ বল হাতে থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় নাইট বাহিনী। ইডেনেই পরবর্তী ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা।