সেয়ানে – সেয়ানে টক্কর

আইপিএলে জয়ের ভাগ্য আচমকাই যেন বিমুখ হয়েছে কলকাতার। নয়ত একসময় যারা এক নম্বর স্থানের অধিকারী ছিল তারা এখন ছয় নম্বরে নেমে এসেছে। তবে শুধুমাত্র ভাগ্যের পরিহাসের ফলেই যে কলকাতার এই অবস্থা তা বলা ঠিক হবে না। একটি দল যাদের বোলিং বিভাগে এত সমস্যা, তার সমাধান না করতে পারলে বেশি দুর এগোতে পারবে না। চলতি আইপিএল মরশুমে কলকাতাই একমাত্র দল যারা প্রতিপক্ষের সবচেয়ে কম উইকেট ফেলতে পেরেছে। তাছাড়াও শুধুমাত্র ব্যাটিং দিয়ে সব ম্যাচ জেতাটা অত্যন্তই কঠিন। তাই রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামার আগে এই বিষয় মাথায় রাখতে হবে দিনেশ কার্তিকের। স্বয়ং অধিনায়কের প্রদর্শনও জরুরী ম্যাচ জিততে গেলে। যা এই আইপিএলে দেখাতে পারেন নি কার্তিক কিন্তু করে দেখিয়েছে বিরাট কোহলি। রাজস্থানের অধিনায়কত্ব ছাড়ার পর ছন্দ ফিরে পেয়েছে অজিঙ্কা রাহানে। তাই কলকাতার বোলিং ডিপার্টমেন্টের ওপর আলাদা চাপ থাকছেই। আর যদি ব্যাটিং কথা বলা যায়, তবে রাজস্থানের তুলনায় কলকাতার ব্যাটিং লাইনআপ যথেষ্ট সমৃদ্ধশালী। তাই আজকের ম্যাচ যদি ব্যটসম্যানদের ম্যাচ হয় তাহলে কলকাতার জিত  অবশ্যম্ভাবী। তবে ম্যাচে পাশা পাল্টে দিতে পারে জোফরা আর্চার-রা। তাই পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে কোনও পক্ষকেই এগিয়ে রাখা যাবে না দুইজনই প্রায় সমান।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...