অনিশ্চিত রাসেল, চিন্তায় নাইটরা

চলতি আইপিএল মরশুমের ৩৫তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচে রাসেলের দানবিক ব্যাটিংয়ের জেরে কোহলিদের হারাতে সক্ষম হয় নাইটরা। কিন্তু আজকের হিসাবটা একটু আলাদা। কাঁধে চোটের কারনে আজকে দলে নাও থাকতে পারে আন্দ্রে রাসেল। ব্র্যথওয়েট থাকলেও এই আইপিএলে এখনেও জ্বলে ওঠেনি অপর এই ক্যারিবায়ান তারকা। তবে আশা একটাই, এই ব্র্যাথওয়েটই শেষ ওভারে ৪টে ছয় মেরে টি-২০ ওয়ার্ল্ড কাপ ফাইনালে জয় এনে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিস কে। তাই সকলেই আশাবাদি পুরোনো সেই ব্র্যথওয়েটকে ফিরে পেতে। তবে রাসেলের পরিবর্তন হিসাবে কতটা নিজেকে মেলে ধরতে পারে ব্র্যাথওয়েট,  সেটাই দেখার। যেই দিকটা কলকাতাকে বেশি নজর দিতে হবে তা হল তাদের বোলিং বিভাগ। বিগত যে’কটা ম্যাচ নাইটরা হেরেছে তা শুধুমাত্র তাদের বোলারদের দোষেই। তাই আজকের ম্যাচে বোলারদের তরফ থেকে একটা অনবদ্য প্রদর্শন প্রয়োজন। আর ওয়ান ম্যান আর্মির ড্রি রাস না থাকার ফলে দায়িত্বটা সমান ভাবে ভাগ করে নিতে হবে নাইটদের। তাছাড়াও যুজবেন্দ্র চ্যাহেল ছাডা় আর কোনও বোলার তেমন ভাবে মেলে ধরতে পারে নি তাদের। তাই সেই দিকটা স্বস্তিতে থাকতে পারে দিনেশ কার্তিক।  তবে অধিনায়ক হিসাবে তারও পারফরম্যান্স প্রয়োজন, যদি আজকের ম্যাচে জয় পেতে হয় কলকাতা নাইট রাইডার্স কে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...