আইপিএলে জয়ের ধারা অব্যাহত রাখতে কলকাতার ইডেন গার্ডেনে আজ মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। একদিকে ক্রিস গেইল তো অন্যদিকে আন্দ্রে রাসেল। একজন ‘ইউনিভার্স বস’ তো অন্যজন ‘মিডল অর্ডার কিং’। তবে এই দুই ক্যারিবায়ানের টক্করে এগিয়ে রয়েছে কলকাতা। প্রথমত, কলকাতার হোম ম্যাচ তাই সমর্থকদের চাপ তো থাকবেই পাঞ্জাবের ওপর। দ্বিতীয়ত, পাঞ্জাবের দুই ওপেনার গেইল ও রাহুল বিধ্বংসি ব্যাটসম্যান হলেও ধারাবাহিকতার অভাব বার বার ধরা পড়েছে আইপিএলে। তাছাড়াও পাঞ্জাবের বোলিং লাইনআপের থেকে কলকাতার বোলিং লাইনআপ তুলনামুলক ভালো।
কলকাতার স্পিন ত্রিফলা সুনীল নারাইন, পিয়ুস চাওলা ও কুলদ্বীপ যাদব যে কোনও সময় প্রতিপক্ষে ব্যাটিং বিপর্যয় ঘটিয়ে ফেলতে সক্ষম। আজকের ম্যাচে কলকাতার এগিয়ে থাকার আরও একটি কারন হল পাঞ্জাব অনেকটাই নির্ভর করে থাকে তাদের ওপেনিং জুটির ওপর। তাই গেইল আর রাহুল যদি ঠিকঠাক প্রদর্শন না করতে পারে তাহলে আজকের ম্যাচে তাদের হার অবশ্যম্ভাবী। তবে কলকাতার চিন্তার কারণ হতে পারে ক্রিস লিনের ছন্দে না থাকা। ব্যাটসম্যান হিসাবে ভালো হলেও স্পিনের বিরুদ্ধে খুবই দুর্বল তিনি। আর কলকাতাকেও প্রথম ম্যাচের মত শুধুমাত্র মিডল অর্ডারের ওপর ভরসা করে থাকলেই চলবে না। বোলারদের ও নিজেদের সম্পূর্ণটা প্রদান করতে হবে। তবেই গিয়ে ‘ব্যাটিং ফেভারিট’ পাঞ্জাবের বিরুদ্ধে জয় হাসিল হবে।