এবার দিল্লির পালা

চলতি আইপিএলের ২৬ তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে আজ মুখোমুখি নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটাল্স আইপিএলের যাত্রাটা বেশ ভালোই চলছে কলকাতার। ৬ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে আপাতত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে নাইটরা। ৮ ম্যাচে ৪টে জিতলেই কার্যত প্লেঅফসের জায়গা পাকাপোক্ত করে নেবে তারা। অন্যদিকে ৬ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে প্রথম চার-এ আসার লড়াইটা একটু কঠিন হয়ে গেছে শ্রেয়াস আইয়ারদের। তাই কাজটা যাতে আরও কঠিন না হয়ে যায় তাই আজকের ম্যাচ থেকে ২ পয়েন্ট নিতে মরিয়া ক্যাপিটাল্স। তবে কলকাতারও আজকে প্রতিশোধের ম্যাচ তাই বিনা যুদ্ধে বিন্দু মাত্র জমি ছাড়তে নারাজ তারা। দলে হ্যারি গার্নির উপস্থিতি কলকাতার ফাস্ট বোলিং বিভাগে শক্তি প্রদান করেছে। তাই সেই দিকটা সামলে চলতে হবে রিশভ পন্ত ও পৃথ্বী শ-দের। আগের ম্যাচে কলকাতা হারলেও প্রতি মূহুর্তে দেখা গেছে যে স্পিনারদের বিরুদ্ধে একটু জব্দ দিল্লির ব্যাটসম্যানরা। তাই কলকাতার স্পিন ট্রিয়োকুলদ্বীপ যাদব, সুনিল নারাইন ও পিয়ুশ চাওলারা আজকেও তাদের কামাল দেখাতে পারে। তবে নদীর ধারে খেলা হওয়ার ফলে যারা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করবে তারা হল দুই দলের ফাস্ট বোলার-রা। খেলা যত গড়াবে তত আউটফিল্ড স্লো হলেও সুইং কিন্তু মাঠে সবসময় থাকবে। তাই পারিপার্শ্বিক পরিস্থিতি ও পরিসংখ্যান অনুযায়ী আজকের ম্যাচে সামান্য এগিয়ে কলকাতা নাইট রাইডার্স।

এটা শেয়ার করতে পারো

...

Loading...