চলতি আইপিএলের দ্বিতীয় পর্যায় টানা ছটি ম্যাচ হারার পর অবশেষে জয়ের ধারায় ফিরতে সক্ষম হল কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৪ রানে জয় পেল তারা। কলকাতার করা ২৩২ রান তাড়া করতে গিয়ে ১৯৮ রানেই শেষ হয় মুম্বইয়ের ইনিংস। তবে হার্দিক পান্ডেয়া টিকে থাকলে ম্যাচের ফলাফল অন্য কিছুও হতে পারত। পান্ডেয়ার ৩৪ বলে ৯১ রানের ইনিংস বিপদে ফেলে দিয়েছিল কলকাতা কে। হ্যারি গার্নির অনবদ্য বোলিংয়ের জেরে হার্দিক পান্ডেয়া আউট হয়ে গেলে ম্যাচ প্রায় নিজের করে নেয় দিনেশ কার্তিক অ্যান্ড কো। তবে ম্যাচে জয় পেলেও কলকাতার বোলিং সমস্যার যে কোনও সমাধান হয় নি তা ফের বোঝা গেল এই ম্যাচে। শুধুমাত্র শুভমান গিলের ৪৫ বলে ৭৬ রান, ক্রিস লিনের ২৯ বলে ৫৪ রান আর বিধ্বংসী আন্দ্রে রাসেলের ৪০ বলে ৮০ রানের জেরেই যে কলকাতা ম্যাচ জিতেছে তা অস্বীকার করা যায় না। প্লেঅফসে কোয়ালিফাই করতে গেলে আগামি প্রত্যেকটি ম্যাচে রানরেটের সাথে জিততে হবে কলকাতাকে। পরবর্তী ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে মোহালিতে। সেই ম্যাচেও কলকাতার জয় পেতে পারে কিনা তা এখন সময়ের অপেক্ষা।