আইপিএল নিলামের শুরুতেই চমক দিল কেকেআর। প্রায় ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার প্যাট কামিন্সকে কিনে নিল নাইট বাহিনী।
নিলামের শুরুতেই ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে ৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তুলে নেয় কেকেআর। এরপর প্যাট কামিন্সকে নিয়ে ব্যাঙ্গালোর ও দিল্লির মধ্যে লড়াই চললেও একদম শেষে কামিন্সকে তুলে নেয় নাইট বাহিনী। মরগ্যান ও কামিন্স আসার ফলে কেকেআর দল নিজেদের মিডল অর্ডার এবং বোলিং এ অনেকটাই শক্তিশালী হল বলে মনে করা হচ্ছে।
নিলামের শুরুতেই ক্রিস লিনকে মাত্র ১ কোটি ৫০ লক্ষের বেস প্রাইজে তুলে নেয় মুম্বই। এছাড়াও ওপেনার হিসেবে অ্যারন ফিঞ্চের জন্য কলকাতা ঝাঁপালেও তাঁকে ৪ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে তুলে নেয় ব্যাঙ্গালোর। কামিন্সের মতই তাঁর সতীর্থ ম্যাক্সওয়েলকে তুলে নেয় পাঞ্জাব ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে। এছাড়াও দক্ষিন আফ্রিকার ক্রিস মরিসকে ১০ কোটি টাকা দিয়ে তুলে নেয় ব্যাঙ্গালোর। ভারতীয়দের মধ্যে রবিন উথাপ্পাকে তুলে নেয় রাজস্থান মাত্র ১ কোটি ৫০ লক্ষ টাকায়। ইংল্যান্ডের ওপেনার জেসন রয়কে মাত্র ১ কোটি ৫০ লক্ষ টাকায় তুলে নেয় দিল্লি শিবির। নিলামের এখনও অনেকটাই বাকি। আরও কিছু চমক কলকাতা দেখাতে পারে কিনা তা কিছু সময় পর জানা যাবে।