অবশেষে কেকেআর-এ প্রবীণতম প্রবীণ

 

নিলামে চমকের দিক দিয়ে অন্যতম অবশ্যই কলকাতা নাইট রাইডার্স। ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে তুলে নেওয়ার পর ৪৮ বছরের প্রবীণ তাম্বেকে দলে নিল নাইট বাহিনী।

২০১৩ সালে ৪১ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে শুরু করেন প্রবীণ তাম্বে। পরপর দু মরসুম রাজস্থানের হয়ে খেলতে দেখা যায় প্রবীণকে। ২০১৪ সালে ১৩ ম্যাচে ১৫ টি উইকেট নিয়ে সফল বোলার হিসেবে চিহ্নিত হন প্রবীণ। সেই মরসুমেই নাইট বাহিনীর বিরুদ্ধে হ্যাটট্রিক করতে দেখা যায় তাঁকে। রাজস্থানের পর সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত লায়ন্সের হয়ে খেলতে দেখা যায় প্রবীণকে। এখনও পর্যন্ত আইপিএলে ৩৩টি ম্যাচ খেলে ২৮ টি উইকেট নিয়েছেন প্রবীণ। ঘরোয়া টি- টোয়েন্টি ক্রিকেটেও সফল তাম্বে। ৬১ টি ম্যাচ খেলে মোট ৬৭টি উইকেট পেয়েছেন এই স্পিন বোলার।

আইপিএলে নাইটদের স্পিন বিভাগে সুনীল নারিন , কুলদিপ যাদবের মত স্পিনার রয়েছে। এছাড়াও মিস্ট্রি স্পিনার হিসেবে বরুন চক্রবর্তীকে দলে নেওয়া হয়েছে। এদের টপকে ৪৮ বছরের প্রবীণ দলে কতটা সুযোগ পান তা আইপিএল শুরু হলেই বোঝা যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...